ঘোষণার পূর্বেই উত্তর দিনাজপুরের পথে ভীড়

0
37

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

তৃতীয় দফার লকডাউনে কোথায় কী ধরণের গতিবিধিতে ছাড় মিলবে তা এখনও ঘোষণা করেনি রাজ্য। কিন্তু তার আগেই স্বাভাবিক ছন্দে ফিরছে গ্রিন জোনে থাকা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সহ গোটা জেলা।

regular life | newsfront.co
ছন্দে ফেরা। নিজস্ব চিত্র

সোমবার সকাল থেকে প্রচুর মানুষকে পথে নামতে দেখা গিয়েছে। খুলেছে চায়ের দোকান,জামা কাপড়, হার্ডওয়্যার,মোটর গ্যারেজ সহ অন্যান্য বিপণি। ব্যাপক ভিড় দেখা গিয়েছে বিভিন্ন ব্যাঙ্কের সামনে। এদিকে শহরজুড়ে স্যানিটাইজেশনের কাজও করে চলেছে রায়গঞ্জ পুরসভা। প্রথম দুই দফার লকডাউনের শেষে সোমবার থেকে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন।

আরও পড়ুনঃ খুশির খবর, করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন রেল রক্ষীরা

এখনও কোনও করোনা আক্রান্ত রোগীর খোঁজ না মেলায় রাজ্য ও কেন্দ্রের গ্রিনজোনের তালিকায় জায়গা পেয়েছে উত্তর দিনাজপুর জেলা। গ্রিন জোনে একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হলেও তা রূপায়নের দায়িত্ব রয়েছে রাজ্য সরকারের উপরেই।এদিন ছাড়ের বিষয়টি স্থির করতে প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি পর্যালোচনার পরেই ছাড়ের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রাজ্যের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here