নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
আগামী পাঁচ বছরে পঞ্চাশটি ছবি তৈরির প্রয়াস নিয়েছে ‘ডেভিড অ্যান্ড গলিয়াথ ফিল্মস’ মিডিয়া স্টুডিও। অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাদের শর্ট ফিল্ম ‘এভরি সিক্সটি এইট মিনিট’ (রিচা শর্মা, আদিল হুসেন এবং টোটা রায় চৌধুরী অভিনীত) সম্মানিত হয়েছে। আর তাই উচ্চাশা তাদের আকাশছোঁয়া। সেই কারণেই আগামী পাঁচ বছরে পঞ্চাশটি ছবি তৈরির প্রয়াস নিয়েছে তারা।
‘ডেভিড অ্যান্ড গলিয়াথ’-এর তরফে লাল ভাটিয়া জানান- “আমরা আমাদের চলচ্চিত্র ‘এভরি সিক্সটি এইট মিনিটস’-এর জন্য বিশ্বজুড়ে বিভিন্ন স্ক্রিনিংয়ে যে ধরনের প্রতিক্রিয়া পাচ্ছি তা দেখে আমরা আরও বেশি উৎসাহিত বোধ করছি। আমরা এটিকে আগামীতেও অন্যান্য সব ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকের জন্য হাজির করব।
এ বছরের শেষের দিকে এটিকে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কিছু ভিন্ন চিন্তাভাবনা সম্বলিত এবং পরীক্ষামূলক এবং সামাজিকভাবে প্রাসঙ্গিক ওয়েব সিরিজ এবং স্বল্প বিন্যাসের শর্ট ফিল্ম, পূর্ণ দৈর্ঘের ছবি এবং ডকুমেন্টারি তৈরিতে মনোনিবেশ করতে চাই।”
আরও পড়ুনঃ ‘নগনাট ফাউন্ডেশন’-এর সাধু উদ্যোগে শামিল অভিনেতা শন, দেবপ্রিয়, রাহুল
সহ-প্রযোজক ইমরান জাকী বলেছেন- “লকডাউন চলাকালীন আমরা একটি বহুভাষিক ভিডিও গান প্রকাশ করেছি এই কঠিন সময়ে সকলের মন চাঙ্গা করার জন্য। গানটি প্রশংসিতও হয়েছে। আমরা আগামী পাঁচ বছরে প্রায় পঞ্চাশটির মতো প্রকল্প তৈরি করতে বদ্ধ পরিকর ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584