নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে বিরাট মাদকপাচার চক্রের সন্ধান পেল পুলিশ। শনিবার মালদহ জেলার কালিয়াচকে দুই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে প্রায় দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করল মালদহ জেলা পুলিশ।
এ দিন গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির মিস্ত্রিপাড়া এলাকায় হানা দেয় জেলা পুলিশের একটি বিশেষ দল। সেখানে তারিকুল শেখ(২৮) ও রহিম শেখ(২৭)নামের দুই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মজুত রাখা বিপুল পরিমাণ বেআইনি ফেনসিডিল।
ভারত-বাংলাদেশ সীমান্তে নেশার দ্রব্য হিসেবে ফেনসিডিল পাচারের নজির নতুন নয়। মালদহ জেলার মহদিপুর এলাকা দিয়ে আগেও বেআইনি অনেক দ্রব্য পাচার করেছে পাচারকারীরা।
আরও পড়ুনঃ জিয়াগঞ্জে প্রাথমিক শিক্ষক পরিবার খুনের অভিযোগে ধৃত ২
পুলিশ সুত্রে জানা গিয়েছে, দুজনের বাড়িতেই সিল করা অবস্থায় নতুন ফেনসিডিলিরে বোতল মজুত ছিল। পুলিশের প্রাথমিক অনুমান বাংলাদেশ পাচারের জন্য ফেনসিডিলগুলি মজুত করেছিল পাচারকারীরা।
এ দিন ধৃত দুই ব্যক্তিকে মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশ। তারিকুল শেখ ও রহিম শেখ বড় কোনও মাদক পাচারচক্রের সাথে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584