নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা আবহেও রাজনীতি পিছিয়ে নেই। এই সময়েও দলবদলের খেলা চলছেই। সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মালদহের চাঁচল গ্রাম পঞ্চায়েতের সদস্য বর্ষা মালাকার। বিজেপির ওই গ্রাম পঞ্চায়েত সদস্য সহ শতাধিক বিজেপি কর্মী যোগদান করেছে বলে দাবী করছেন ব্লক তৃণমূল সংগঠন।

সোমবার চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জেলা তৃণমুলের কো- অর্ডিনিটর অম্লান ভাদুড়ীর হাতে ধরেই এদিন যোগদান বলে দলীয় সূত্রে খবর।
মুখ্যামন্ত্রী মমতা বন্ধোপাধ্যাষয়ের নীতি আদর্শে অনুপ্রানিত হয়েই এদিন ওই পঞ্চায়েত সদস্যার শতাধিক বিজেপি কর্মী যোগদান করছে বলে দাবী তৃণমুলের। এদিন যোগদান পর্বে সামিল ছিলেন চাঁচল ১ নং ব্লক তৃণমুল কংগ্রেসের সভাপতি সচীনানন্দ চক্রবর্তী সহ দলীয় কর্মীরা।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ১০০টি পরিবারের
এদিনের যোগদান নিয়ে চাঁচল বিধানসভা এলাকার বিজেপি নেতা দীপঙ্কর রাম বলেন, ‘তৃণমুল পঞ্চায়েতে লুটরাজ চালাচ্ছে। হয়তো টাকার লোভেই যোগদান করল ওই সদস্যা। তবে হাজার হাজার বিজেপি কর্মী চাঁচলে সক্রিয় রয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584