মনিরুল হোক,কোচবিহারঃ

প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠল এক নেতার বিরুদ্ধে।
এবার তাদের দেওয়া টাকা ফেরতের দাবিতে ওই নেতার বাড়ির সামনে অনশনে বসেন চাকরিপ্রার্থীরা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত ওই নেতা ও অনশনকারীদের আটক করেছে মাথাভাঙা থানার পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত শৈলেন বর্মণ এলাকার দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত ছিল।লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি।

অভিযোগ, তিনি যখন তৃনমূলে ছিলেন সেই সময় কারও কাছে তিন লাখ আবার কারও কাছে পাঁচ লাখ টাকা নিয়েছেন শৈলেন বর্মণ। কিন্তু টাকা দেওয়ার পরেও দীর্ঘদিন কেটে গেলেও চাকরি পাননি প্রতারিতরা। তাই তাদের দেওয়া সেই টাকা ফেরতের দাবিতে ওই নেতার বাড়ির সামনে অনশনে বসেন দিনবন্ধু বর্মণ, কমল রায় পাখাধরা, মিঠুন বর্মণ, প্রশান্ত বর্মণ ও হরকুমার বর্মণ ও তাদের পরিবার।
আরও পড়ুনঃ বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূলের ধর্ণা
তাদের দাবি, তাঁদের কেউ দিয়েছেন তিন লাখ টাকা, কেউ দিয়েছেন পাঁচ লাখ টাকা। দফায় দফায় টাকা দিলেও মেলেনি চাকরি।
অভিযোগ, প্রতারণার অভিযোগ থেকে বাঁচতেই লোকসভা ভোটের আগে দল বদল করেছে শৈলেশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584