রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ
প্রেমের টানে সুদূর কানাডা থেকে এসে পূর্ব বর্ধমানের জেলার কালনার আশ্রম পাড়া গ্রামের ছেলেকে বাঙালি নিয়মে বিয়ে করলো এক যুবতি।বাড়ির মতেই বিয়ে করে খুশি ক্যাথেরিন কোইল্লেত্তে।এক বছর আগে ঋষিকেশে যোগ শিক্ষক হিসেবে যোগ দেয় কালনার আশ্রম পাড়ার যুবক টিঙ্কু রায়। সেইখানে পরিচয় হয় কানাডার বাসিন্দা পেশায় শিক্ষিকা ক্যাথেরিন কোইল্লেত্তের সাথে।ভারতীয় মানুষ ও কালচার ক্যাথেরিনের মন জয় করে,পরে যোগ শিক্ষক টিঙ্কুর সাথে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।প্রেমের টানে কয়েক বার টিঙ্কুর সাথে দেখা করতে আসে এই বিদেশিনী।
বিদেশিনীর টানে কানাডায় যেতে হয়েছিল টিঙ্কুকে।এক বছরের প্রেমের সম্পর্কের পর টিঙ্কুর সমন্ধে নিজের বাড়িতে জানায়,পরে ক্যাথেরিনের কানাডায় বাড়িতে বিয়ের প্রস্তাব দেয় টিঙ্কু।বিয়েতে দুই পক্ষ রাজি হয়।বিদেশিনীর পরিবারের সাথে ভিডিও কল করে বিয়ের অনুমতি নেয় টিঙ্কু।সবুজ সংকেত পাওয়ার পর বাঙালি মতে টিঙ্কু নিজের বাড়িতেই বিয়ে সেরে নেয়।রাজ প্রাসাদ ছেড়ে এখন ঝুপড়ি বাড়িতে বৌ ক্যাথেরিন।
আরও পড়ুনঃ প্রিজনভ্যান উল্টে আহত ৫ জন বিচারাধীন বন্দী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584