পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
গৃহবধূকে বিষ খাইয়ে পিটিয়ে খুন করার অভিযোগে অভিযুক্ত স্বামী ও শ্বশুরকে সোমবার যাবজ্জীবনের সাজা ঘোষনা করলো ইসলামপুর আদালত।
ইসলামপুর আদালতের সরকারী আইনজীবী মহম্মদ জামালউদ্দিন বলেন,৫০ হাজার টাকা অতিরিক্ত পণ ও একটি মোটর বাইকের দাবী পূরণ না হওয়ায় বিবাহের দুই বছরের মাথায় মুক্তারা বিবিকে বিষ খাইয়ে পিটিয়ে খুন করার অভিযোগে এদিন অভিযুক্ত সাহেবজান আলীকে যাবজ্জীবন ও মজনু শেখকে ১০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন ফাস্ট ট্র্যাক ওয়ান আদালতের বিচারক বিনয় কুমার পাঠক।
আরও পড়ুনঃ গণপিটুনিতে মৃত্যু হলে দোষী ব্যক্তির যাবজ্জীবন
করনদিঘি থানায় গত ২০১১ সালের ২৮ এপ্রিল মৃত মুক্তারা বিবির বাবা ঝরু শেখ তাঁর মেয়ের খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে অভিযুক্তরা জামিনে বাইরে থাকলেও এদিন হেফাজতে নিয়ে ভারতীয় দন্ড বিধির ৪৯৮(এ) ধারায় তিন বছর ও ২০ হাজার টাকা জরিমানা এবং ৩০৪(বি) ধারায় যাবজ্জীবন ও ১০ বছরের সাজা ঘোষণা করা হয়।
আদালতে মামলা চলাকালীন ১২ জন সরকারী সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়।উল্লেখ্য,করনদিঘি থানার গোবিন্দপুরের বাসিন্দা ঝরু শেখের মেয়ে মুক্তারা বিবির সাথে স্থানীয় রাঘোপুর ঝাংড়িটোলার বাসিন্দা মজনু শেখের ছেলে সাহেবজান আলীর সাথে মুসলিম ধর্মমতে বিবাহ হয়েছিল।মেয়ের খুনীদের সাজা ঘোষণায় খুশী বাবা ঝরু শেখ ও মা মাজেরা বিবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584