সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
পাড়ার দেওরের সঙ্গে পরকীয়ায় এক মহিলা। পালাতে গিয়ে স্বামীর হাতে ধরা পড়ে গেল মহিলা। ঘটনাটি ঘটেছে ঢোলাহাট থানা দিগম্বরপুর হাসপাতাল মোড়ে।
স্থানীয় সূত্রে খবর, মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মনু মণ্ডলের সঙ্গে বছর পাঁচেক আগে লক্ষীপুরের জ্যোৎস্নার বিয়ে হয়।
আরও পড়ুনঃ সংক্রমণ বাড়ছে মেদিনীপুর শহরে
তাদের চার বছরের একটি ছেলে আছে। কিন্তু প্রায় এক বছর আগে পাড়ার দেওর দেবব্রত মণ্ডলের ওরফে বাঘার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন জ্যোৎস্না। বেশ ভালো ভাবেই চলছিল তাদের গোপনে প্রেম। এনিয়ে পাড়ায় গুজব ছড়িয়ে পড়ে। চাল-চলন হাবভাব দেখে সন্দেহ স্বামীর। প্রথমে দৃষ্টিকটু হলেও অনেক বুঝিয়ে স্ত্রীকে আয়ত্তে আনার চেষ্টা করছিল স্বামী।
শেষ পর্যন্ত স্বামী রায়দিঘি থানায় অভিযোগ করে প্রেমিকের বিরুদ্ধে। কিন্তু যেহেতু দুজনে প্রাপ্তবয়স্ক, থানার কিছু করার থাকে না। দীর্ঘ দু’মাস দুজনের মধ্যে কথাবার্তা সম্পর্ক বন্ধ থাকলেও মন কিছুতে বাধা মানে না। গতকাল প্রেমিক এসে হাজির হয় হাসপাতাল মোড়ে।
আরও পড়ুনঃ চোপড়ায় রাজবংশীদের ওপর অত্যাচারের প্রতিবাদে পথে মানুষ
দুজনে একসঙ্গে রামগঙ্গা যায়। সেখানেই ঘোরাফেরা করে এক জায়গায় রাত কাটিয়ে আবার হাসপাতালে চলে আসে। এদিকে স্বামীসহ বাড়ির লোক খোঁজা খুঁজি শুরু করে। হঠাৎ এদিন সকালে গদামথুরা হাসপাতাল মোড়ে দুজনকে বসে থাকতে দেখে এলাকার মানুষের সন্দেহ হয়।
এলাকার লোকজন এসে জিজ্ঞাসাবাদ শুরু করলে মেয়েটি সত্যি কথা বলে দেয়। ফোন নম্বর নিয়ে স্বামীকে ফোন করা হলে দু ঘন্টার মধ্যে স্বামী চলে আসে। শেষমেষ এলাকার লোকের কথায় স্বামী ওদের দুজনকে নিজের এলাকায় নিয়ে যায় সুষ্ঠু সমাধানের জন্য।
তবে স্বামী চায়, প্রেমিকের সঙ্গে ঘর করুক তার স্ত্রী। তাতে তার কোন আপত্তি নেই। তবে ডিভোর্স দিয়ে তাঁকে রেহাই দিক। কিন্তু মেয়েটিকে জিজ্ঞেস করায় সে বলে সে স্বামীর সঙ্গে ঘর করতে চায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584