“আমি এখন বিয়ে করছি না, আর প্রতিবেদন করবেন না”– ঋতাভরী চক্রবর্তী

0
409

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ঋতাভরী চক্রবর্তী বিয়ে করছেন খুব শীঘ্রই। এমন খবরে সাড়া পড়েছে অভিনেত্রীর ভক্তমহলে। নেট দুনিয়া তোলপাড়। এমনকী খবরও প্রকাশিত হয়েছে। আর তাতে তুষ্ট নন অভিনেত্রী।

Ritabhari
ছবি: ফেসবুক

পাত্র নাকি ঋতাভরীর ডাক্তার-বন্ধু তথাগত চট্টোপাধ্যায়। এমন খবরও এসেছে সামনে। তথাগত মনের ডাক্তার। ঋতাভরীর কিছু উদ্যোগের সূত্র ধরেই দুজনের মধ্যে আলাপ। এরাই নাকি ঘর বাঁধতে চলেছেন এবার। কিন্তু অভিনেত্রী কী বলছেন এই ব্যাপারে?

Ritabhari facebook post
ছবি: ঋতাভরীর ফেসবুক

সম্প্রতি একটি পোস্টে ঋতাভরী লিখেছেন- “আমি এখন বিয়ে করছি না। আপনারা জানেন যে আমার সবেমাত্র দুটো সার্জারি হয়েছে এবং তার থেকে আমি ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছি। আমি আমার স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছি এবং সব প্রোজেক্টে যেগুলোয় আমি সাইন করেছি। পুনশ্চ: এটা নিয়ে আর প্রতিবেদন করবেন না। আমি এ বিষয়ে আর কথা বলতে চাই না।”

আরও পড়ুনঃ পরমব্রত শুভেচ্ছা জানালেন টিম ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’কে

এহেন সব খবরে রুষ্ট হয়েছেন অভিনেত্রী। এমনকী ফোনও তুলছেন না কারো। সংবাদ মাধ্যমকে ঋতাভরীর মা শতরূপা সান্যাল জানিয়েছেন– “সকালে উঠেই এসব খবর নজরে আসে। অদ্ভুত লাগছে যে আমার মেয়ের বিয়ে আর আমিই জানতে পারলাম না! নাম-ধাম-দিনক্ষণ সবই তো বলে দিচ্ছে যারা লিখছে। তা হলে ওরাই দায়িত্ব নিয়ে বিয়েটা দিয়ে দিক!”

আরও পড়ুনঃ নতুন পথে জুন আন্টি, ঊষসী খুললেন নিজের ইউটিউব চ্যানেল

ঋতাভরীর লেখা পোস্টে তাঁর পরিচিতরা অনেকেই নানাবিধ কমেন্ট করেছেন। একজন লিখেছেন-“যাহ! ভেবেছিলাম একটু মাংস-ভাত খাব…ধুস কী যে করিস ঋতাভরী!!!” পালটা জবাবে অভিনেত্রী লিখেছেন- “ঠিক সময়ে খাবে তাড়া কীসের।” তিনি আরও লেখেন- “এই কোভিডে বিয়ে করলে জুমে বসে সুইগি অর্ডার ছাড়া উপায় আছে? তারপর চতুর্দিকে বিয়ের যা আয়ু।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here