দুবাইয়ে প্রকাশ ভারতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের লোগো

0
96

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

বহু প্রতীক্ষিত আইপিএল শেষ। এবার শুরু হবে একাধিক আন্তর্জাতিক সিরিজ। আগামী বছর এই সময়ই ভারতে বসতে চলেছে ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপ। তার মধ্যেই সারতে হবে প্রস্তুতি। করোনা সংক্রমণের মাঝে যা আরও কঠিন। বোঝা যাচ্ছে না করোনা আদৌ তখন থাকবে কিনা অর্থাৎ মাঠে দর্শক ঢোকা যাবে কি না!

world cup logo | newsfront.co

তবে দুবাইয়ে এদিন একটি অনুষ্ঠানে আসন্ন এই টি–টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু করল আইসিসি। প্রকাশ হল ভারতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের লোগো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ আইসিসির চিফ এগজিকিউটিভ মানু সহনি। অনুষ্ঠানের পর টি- টোয়েন্টি বিশ্বকাপের সফল আয়োজনের ব্যাপারে আশাপ্রকাশ করেন বিসিসিআই সভাপতি সৌরভ। তিনি জানান, “টুর্নামেন্ট সফল করতে একযোগে কাজ করবে আইসিসি এবং বিসিসিআই।“

আরও পড়ুনঃ ট্রফি না পেলেও হতাশ নন পন্থ

world cup | newsfront.co

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনার কারণে তা বাতিল হয়ে যায়। পরিবর্তে জানানো হয়, ২০২২ সালের টি–২০ বিশ্বকাপ আয়োজিত হবে সেদেশে। অন্যদিকে জানানো হয়, ভারতেই আয়োজন করা হবে ২০২১ টি- টোয়েন্টি বিশ্বকাপ।

আরও পড়ুনঃ ফিরছে ‘৯২ বিশ্বকাপের জার্সি, অস্ট্রেলিয়া সফরে রেট্রো লুকে কোহলিরা

অনুষ্ঠান মঞ্চ থেকে সৌরভ বলেন, ‘‘পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারাটা খুবই সম্মানের। ১৯৮৭ সাল থেকে ভারত সফলভাবে বিভিন্ন আইসিসি ইভেন্টের আয়োজন করে এসেছে। এছাড়া শেষ বার টি-টোয়েন্টি বিশ্বকাপও ভারত সাফল্যের সঙ্গে আয়োজন করেছে আমি নিশ্চিত ভারতের যা পরিকাঠামো প্রত্যেক দেশের ক্রিকেটার ভারতে খেলতে চায়।“ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘‘আগে ক্রিকেটার হিসেবে আইসিসি ইভেন্টে খেলে জানি মানুষ কতটা মুখিয়ে থাকে বড় ইভেন্টের জন্য প্রশাসক হিসেবে চেষ্টা করব ভালো কিছু দর্শকদের উপহার দেওয়ার জন্য।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here