ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহতের পরিচয় এখনও অজানা

0
160

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

রবিবার রাত ৮ টা নাগাদ ফালাকাটার তাসাটি চাবাগানে ছেলে ধরা সন্দেহে এক ব্যাক্তিকে পিটিয়ে খুন করা হয়। সোমবার বিকেল পর্যন্ত মৃত ব্যাক্তির পরিচয় জানতে পারে নি পুলিশ।

police forces | newsfront.co
ঘটনাস্থলে মোতায়েন পুলিশ।নিজস্ব চিত্র

তবে ছেলে ধরা সন্দেহে গনপিটুনির ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতভর তল্লাসি চালিয়ে এই ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদের আলিপুরদুয়ার আদালতে তোলা হয়। বিচারক গ্রেফতার ১৭ জনের মধ্যে ৩ জনকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাকি ১৪ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুনঃ ছেলেধরা সন্দেহে তাসাটি চা বাগানে রণক্ষেত্র,পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি

nagendranath tripathi | newsfront.co
নগেন্দ্রনাথ ত্রিপাঠী,জেলা পুলিশ সুপার।নিজস্ব চিত্র

আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন,“এই খুনের ঘটনায় ধারালো অস্ত্রের ব্যাবহার করা হয়েছিল। আমরা তদন্তে তার প্রমান পেয়েছি। এই ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যাবস্থা নেওয়া হবে। তবে কি কারনে এই রকম ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ”

এদিকে গতকাল রাতে ঘটনার পর ফালাকাটার তাসাটি চাবাগান আজও থমথমে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here