নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফালাকাটা থানার অন্তর্গত তাসাটি চা বাগানে ছেলেধরা সন্দেহে গনপিটুনিতে মৃত্যু এক। ক্ষিপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের দুই রাউন্ড শূন্যে গুলি চালায় বলে জানা যায়। আটক দুই।
ছেলেধরা গুজবে রণক্ষেত্র আলিপুরদুয়ারের তাসাটি চা বাগান।
জানা যায়, রবিবার রাত্রি ৯ টা নাগাদ ওই চা বাগানের ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এক অপরিচিত যুবককে ছেলেধরা সন্দেহে গনধোলাই দিতে শুরু করে উত্তেজিত জনতা। ঘটনার খবর পেয়ে ওই আক্রান্তকে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে যায় জটেশ্বর পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরা।
কিন্তু জনতার আক্রমনের মুখে পিছু হটতে হয় পুলিশকে। ওই দিকে ওই ভবঘুরের ওপর চলতে থাকে মধ্যযুগীয় বর্বরতা। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় বলে স্থানীয়সূত্রে খবর।
আরও পড়ুনঃ ফের ছেলেধরা সন্দেহে গণ পিটুনি আলিপুরদুয়ারে
জনতা ছত্রভঙ্গ হলে রক্তাক্ত ওই ব্যাক্তিকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু জখম ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তার শরীরে ধারাল অস্ত্রের একাধিক আঘাত রয়েছে বলে পুলিশসূত্রে খবর।
ওই গনপিটুনির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে মারাত্মক উত্তেজনা। বিশাল পুলিশ বাহিনী টহল মারছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584