নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মঙ্গলবার পয়লা বৈশাখ তথা বাঙালির নববর্ষ। যেখানে প্রতি বছর এই দিনে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে দিন কাটায় আপামর বাঙালি। কিন্তু এ বছর সেই আনন্দ উৎসবে ছেদ পড়েছে। করোনা ভাইরাসের কারণে লকডাউন এর নির্দেশ দিয়েছেন কেন্দ্র ও রাজ্য সরকার। সে কারণেই বন্ধ দোকান সহ স্তব্ধ জনজীবন।
যদিও দোকান বন্ধ থাকালেও নিয়ম রক্ষার্থে পয়লা বৈশাখ উপলক্ষে রীতি মেনে কোন মতে বাড়িতেই পূজো সেরেছেন অনেক ব্যবসায়ী। তবে এ বিষয়ে মৃৎ শিল্পীদের বক্তব্য, প্রতি বছরের ন্যায় এ বছরও যথেষ্ট পরিমাণে ঠাকুর তৈরি করেছেন। কিন্তু তেমন বিক্রি হয়নি বললেই চলে।
আরও পড়ুনঃ জিরো পয়েন্টে হওয়া ফসলের জন্য ‘গেট’ খুললো সীমান্ত রক্ষী বাহিনী
কোনও দোকানে ৫ টা তো কোথাও ১০ টা ঠাকুর বিক্রি হয়েছে। আবার সামনে অক্ষয় তৃতীয়া। সেই সময় ঠাকুর বিক্রির আশা করেছিলাম ঠিকই। কিন্তু সেই সময়তেও থাকছে লকডাউন।
এদিন প্রধানমন্ত্রীর ভাষণে লকডাউনের সময়সীমা ৩০ এপ্রিল থেকে বেড়ে ৩ রা মে হওয়ায়, আশংকায় দিন গুনছেন মৃৎ শিল্পীরা। যদি এর পরেও লকডাউনের মেয়াদ বাড়ে, তাহলে অত্যন্ত শোচনীয় পরিস্থিতি হবে এই শিল্পীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584