মনিরুল হক, কোচবিহারঃ
স্কুল ছাত্রছাত্রীদের দিয়ে হেলমেট পড়ানো হল মোটর সাইকেল চালকদের। বৃহস্পতিবার মাথাভাঙার পঞ্চানন মোড়ে এভাবেই ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ মোটর সাইকেল চালকদের সচেতন করল পুলিশ।এদিন ওই ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ ওই প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ডিএসপি ট্রাফিক চন্দন দাস, মাথাভাঙ্গা এসডিপিও শুভেন্দু মন্ডল,আইসি প্রদীপ সরকার, ট্রাফিক ওসি সুনীতি সুব্বা। প্রথমে মাথাভাঙা বাইশগুড়ি স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি সচেতনা মূলক র্যালি করে পুলিশ।এরপরেই পঞ্চানন মোড়ে দাঁড়িয়ে হেলমেট হীন মোটর সাইকেল চালকদের হেলমেট পড়িয়ে দেওয়া হয়।এছাড়াও মাথাভাঙ্গা গার্লস হাই স্কুল ও মাথাভাঙ্গা হাই স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের পোস্ট কার্ডে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে প্রিয়জনকে একটি করে চিঠি লেখার জন্য পোস্ট কার্ড দেয় পুলিশ।শ্রেষ্ঠ চিঠি লেখক পাঁচ জনকে পুলিশ পুরস্কৃত করবে বলে জানান ডিএসপি ট্রাফিক।
আরও পড়ুন: জুয়া-মদের বিরুদ্ধে অভিযানে গ্রেফতার ছয়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584