নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

গোপন সুত্রে খবর পেয়ে দাঁতনের শরশংকা মেলা থেকে প্রায় ১২০ টি পাখি সহ পাখির খাঁচা উদ্ধার করল বেলদা বনদফতর।মেলায় পাখি বিক্রি নিষিদ্ধ হয়েছে বেশ কয়েকবছর আগে।তারপর থেকে বেশ কয়েকটি মেলা থেকে পাখি উদ্ধার হয়,দাঁতন থানার শরশঙ্কা গ্রামে মেলা থেকে টিয়া ময়না ও হিল ময়না মিলিয়ে প্রায় শতাধিক পাখি উদ্ধার হয়।বনদফতর সুত্রে খবর-পাখি গুলির মধ্যে ৮০ টি টিয়া,২০টি ময়না ও প্রায় ২০টির বেশি হিল ময়না রয়েছে।জনসমক্ষে কি করে এত পাখি বিক্রি হয়?মেলা কমিটিকে দোষারোপ করছে বেলদা বনদফতর।বেলদা বনদফতরের ভারপ্রাপ্ত আধিকারিক আশিষ মন্ডল জানিয়েছেন-দাঁতনের শরশঙ্কা মেলা থেকে সোমবার সন্ধ্যায় এই পাখি উদ্ধার হয়েছে।যদিও বিক্রেতারা এই পাখি ও খাঁচা ছেড়ে পালিয়ে গেছে।”তবে এই পাখি উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি বনদফতর।

আরও পড়ুন: ২৫ লক্ষ জনসমাগম গঙ্গাসাগরে,সুষ্ঠুভাবে পরিচালনায় সফল রাজ্য সরকার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584