আরামবাগে অবৈধ নির্মাণ ভেঙ্গে দিল প্রশাসন

0
143

হুগলী: আরামবাগ : কিছুদিন ধরে আরামবাগ শহরে পি.ডব্লুউ.ডি. এর জায়গায় অবৈধ ভাবে জবরদখলকারীদের উচ্ছেদ করা হচ্ছে । সেই তালিকায় আরামবাগের করুণা মার্কেটের কিছুটা অংশ পরে । করুণা মার্কেট তাদের কিছুটা ভেঙ্গে দিলেও কিছু অফিসারের সাথে গোপন আঁতাত করে কিছুটা অংশ রেখে দেয় । আজ সকাল 11 টা নাগাদ পি.ডব্লুউ.ডি. এর লোকজন তাদের জেসিবি নিয়ে ঐ অবৈধ ভাবে রেখে দেওয়া অংশটি ভাঙ্গতে চলে আসে । কিন্তু করুণা মার্কেটের ঐ অবৈধ অংশে ব্যবসা করা ব্যবসাদাররা তাদের বাধা দেন । এর ফলে এলকায় উত্তেজনার সৃষ্টি হয় । তখন আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । পি.ডব্লুউ.ডি. এর পক্ষ থেকে ব্যবসাদারদের এক ঘণ্টার মধ্যে দোকান খালি করার নির্দেশ দেওয়া হয় । তারপরই পি.ডব্লুউ.ডি. তাদের জেসিবি দ্বারা অবৈধ ভাবে নির্মিত অংশ ভাঙ্গতে শুরু করে । উপস্থিত পি.ডব্লুউ.ডি. অফিসারদের সাথে কথা বলে জানা যায় যে প্রায় ৮ ফুটের মত জায়গা করুণা মার্কেট অবৈধ ভাবে জবরদখল করে রেখেছিল । মার্কেটের ব্যবসাদারদের নোটিশ ও সময় দেয়া হলেও তারা তাদের অবৈধ জবরদখলকৃত নির্মাণ ভেঙ্গে দেয়নি । আজ তাই এই অভিযান । এলাকার মানুষের বক্তব্য যে করুণা মার্কেট কর্তিপক্ষ পয়সার জোরে ঐ অবৈধ অংশ দখল করে রেখেছিল । এলাকাবাসীরা পি.ডব্লুউ.ডি. এর এই উদ্দ্যোগকে সাধুবাদ জানাচ্ছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here