সুতি ফাঁদ বসিয়ে অবৈধ ভাবে চলছে মৎস্য ব্যবসা

0
100

শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুরের বংশিহারি ব্লকের অন্তর্গত টাঙ্গন খরস্রোতাকে অবৈধ ভাবে আটকে মাছ ধরার অভিযোগ উঠেছে এলাকার কিছু প্রভাবশালী মৎস্যজীবিদের বিরুদ্ধে।

এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন যাবৎ প্রশাসনের কর্তাদের মদতেই এলাকার কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী নদীর এপার-ওপার এবং মাঝ বরাবর ‘সুতি বসিয়ে’ মুনাফা লাভের চেষ্টা করছে।

নিজস্ব চিত্র।

মশারির জালের সাথে বাশেঁর বেড়া দিয়ে, নদীর প্লাবিত জল আটকে দেওয়া হয়েছে। যার ফলে নদীর চলমান গতিধারা বাধাপ্রাপ্ত হচ্ছে তো বটেই, সাথে সমস্ত মাছ একসাথে ধরা দিচ্ছে জালে। ফলত নদীতে মাছের সংখ্যাও খুব দ্রুত হারে হ্রাস পাচ্ছে।

জলে অবৈধ সুতি বসিয়ে টাঙ্গন নদীর স্বাভাবিক চলমান গতিকে আটকে দেওয়ার ফলে, জলে যে পরিমাণ চাপের সৃষ্টি হচ্ছে, তার ফলে দিনের পর দিন নদী তীরবর্তী অঞ্চলগুলি ভাঙনের শিকার হচ্ছে।

বাসিন্দাদের অভিযোগ সব জেনেশুনেও নির্বিকার স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, মৎস্য ব্যবসায়ীদের সাথে স্থানীয় প্রশাসনের গোপন আতাতের ফলেই দীর্ঘদিন ধরে নদীর গতিপথ আটকে অবৈধ মাছের ব্যবসা করা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ অবৈধ মদ বিক্রির অভিযোগে ধৃত শ্বশুর-জামাই

নদী সরকারি সম্পত্তি হওয়া সত্ত্বেও কি করে নদীর জল সম্পূর্ণভাবে আটকে কিছু অসাধু মৎস্য ব্যবসায়ীরা দিনের পর দিন এ রকম অবৈধ ব্যবসা গড়ে তুলেছে সে বিষয়ে প্রশ্ন তুলেছে এলাকার পরিবেশ প্রেমীরা।

স্থানীয় বিডিও সুদেষ্ণা পালকে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি মুখ খুলতে চাননি। তবে তিনি জানান, “ঘটনাটি খতিয়ে দেখা হবে, প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here