নিজস্ব সংবাদদাতা, নকশালবাড়িঃ
শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার হলো নকশালবাড়ি ব্লকের অটলের মোওরিজোত এলাকায়।
কার্শিয়াং ডিভিশনের বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা অভিযান চালায় এদিন। এরপর সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় ১৫০ সিএফটি পরিমাণের টিক,শাল, চিলনি কাঠের ব্লক,লগ সহ জানলা- দরজা ফ্রেম। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ্য টাকা। এর পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ৪টি ঠেলা ভ্যান ও ৪টি সাইকেল।
আরও পড়ুনঃ ট্রেলার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২
এই বিষয়ে বাগডোগরা বনবিভাগের রেঞ্জের সমিরণ রাজ বলেন এদিন গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিস ও নন্দলালজোতের জেএফএমসি সদস্যদের সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয় এবং সেখান থেকে উদ্ধার হয় কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্র। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584