অর্ধসমাপ্ত সুকান্ত ভবন অসামাজিক কাজের আখাড়ায় পর্যবসিত, ক্ষুব্ধ স্থানীয়রা

0
61

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

২০০১ সাল থেকে অর্থাৎ দীর্ঘ ১৮ বছর ধরে কাজ শুরু হলেও এখনও বাকি অন্দরের কাজ। বাকি কাজ শেষ করতে চলতি বছর লোকসভা নির্বাচনের আগেই জমা পড়েছিল টেন্ডার । কিন্তু জেলা পরিষদের জটিলতার কারণে এখনও থমকে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর সুকান্ত ভবনের কাজ।

illigal activities happen at unfinished sukanta bhawan
অর্ধসমাপ্ত ভবন।নিজস্ব চিত্র

এই ভবনেই দেদার চলছে অসামাজিক কাজকর্ম। যা ধরা পড়ছে না পুলিশের চোখে। তবে, এমন কাজ কারবার চলায় স্বভাবতই ক্ষুব্ধ এলাকাবাসী। অবিলম্বে বিষয়টির সমাধান চাইছে তারা। বুনিয়াদপুরের পুর বাসস্ট্যান্ডের পাশে সুকান্তভবন কমিউনিটি হল।

২০০১ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভবনটির শিলান্যাস করেন । তারপর থেকেই কচ্ছপের গতিতে চলছে সেটি তৈরির কাজ। অভিযোগ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সুকান্তভবনের জন্য অর্থ বরাদ্দ করলেও জেলা প্রশাসনের উদাসীনতায় কাজ এখনও সম্পূর্ণ হয়নি।

আরও পড়ুনঃ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

এবিষয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঞা অভিযোগ তোলেন, “লোকসভা নির্বাচনের আগে আমরা টেন্ডার ডাকলেও কোনও এক অজানা কারণে জেলা প্রশাসন বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় কাজ শুরু হচ্ছে না।”

illigal activities happen at unfinished sukanta bhawan
অসামাজিক কাজের নিদর্শন।নিজস্ব চিত্র

যদিও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা বলেন, “আমাদের দপ্তর থেকে অর্ধসমাপ্ত সুকান্তভবন সম্পন্ন করার জন্য অর্থ বরাদ্দ করি । এছাড়াও দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও আমি নিজে ভবনের কাজকর্ম দেখভাল করেছিলাম । খুব দ্রুত গতিতে ভবনের কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে জেলা পারিষদকে।

এবিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “১৮ বছর আগে কাজ শুরু হলেও এই সুকান্তভবনের কাজ নিশ্চয়ই তৃণমূলের কাটমানি নিয়ে গন্ডগোলের জেরে সম্পূর্ণ হয়নি। ভবনটির শেষ মুহূর্তের কাজ সম্পন্ন করতে কেন এত দেরি হচ্ছে সে বিষয়ে জেলাশাসকের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষের জন্য দ্রুত ভবনটি খুলে দেওয়া দরকার। আমি সাংসদ হিসেবে দ্রুত বিষয়টির সমাধান করব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here