সজিবুল ইসলাম ,মুর্শিদাবাদ:
পবিত্র রমজান মাস শুরু হতেই অন্যান্য উৎসবের ন্যায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে জলঙ্গী ব্লকের বিডিও শোভন দাস কে।
এদিন বৃহষ্পতিবার দুপুরে বিডিও অফিস সভাঘরে ব্লকের সমস্ত ইমাম দের ঈদের অগ্রিম শুভেচ্ছা সহ তাঁদের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দিলেন বিডিও শোভন দাস ও ব্লক ইমাম মোহাম্মদ মওলানা সামিদুল ইসলাম।
এদিন ব্লক ইমাম মোহাম্মদ মওলানা সামিদুল ইসলাম বলেন,” আমরা আগে এমন ভাবে বিডিও র কাছে থেকে এত ভালোবাসা পাইনি। আমরা সকলেই বিডিও শোভন দাসের এই মহৎ কাজে অত্যন্ত আনন্দিত। তিনি যেন এভাবেই সর্বদা আমাদের পাশে থাকতে পারেন সেই দোয়া করি আল্লাহর কাছে ।”
এদিনের অনুষ্ঠানে জলঙ্গী বিডিও বলেন, ” “ইমামদের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দিতে পেরে আমি নিজেও অত্যন্ত আনন্দিত। প্রার্থনা করি পবিত্র রমজান মাস ও খুশির ঈদ যেনো সকলের ভালো ভাবে কাটে।”
আরও পড়ুনঃ
মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে ইফতার সালারে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584