মো: আমিনুল হক ,নিউজফ্রন্ট,বেলডাঙ্গা :
মঙ্গলবার জেলার সমস্ত কলেজের অস্থায়ী কর্মচারীরা ১ ঘন্টা কর্মবিরতি পালন করলেন। বেলডাঙ্গা এসআরএফ কলেজের কর্মীরাও কর্মবিরতিতে অংশ নেন । কর্মে স্থায়ীকরণ সহ মোট ছয় দফা দাবি নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষন করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা অস্থায়ী কর্মচারী সমিতির সভাপতি মহম্মদ আলি হোসেন। তিনি বলেন, আমাদের রাজ্যে সমস্ত কলেজে মোট ছয় হাজার অস্থায়ী কর্মচারী আছেন, যারা কলেজের উন্নয়নের শরিক। অথচ তাদের জীবনে আর্থিক কোনো নিশ্চয়তা নেই । তারা স্বল্পআয় করেন। তাই তাদের পরিবারের ছেলেমেয়েদের পড়ানো ও পরিবার চালানোর জন্য আর্থিক সমস্যায় পড়তে হয়। এমনকি শেষ বয়সে তাদের সঞ্চয়ের ভাঁড়ার শূন্য থাকে। এই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারের কাছে আমাদের এই বিশেষ আবেদন। রাজ্যের এই অস্থায়ি কর্মচারিদের দাবিকে সহমত পোষন করেছেন বেলডাঙ্গা এসআরএফ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা মুখোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584