পিয়ালী দাস, বীরভূমঃ
বুধবার বীরভূম জেলা পরিষদের সভাকক্ষে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ম্যারাথন বৈঠক করলেন বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ।
বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলার জেলাশাসক মৌমিতা গোদারা বাসু, বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং সহ বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক বৃন্দ।
দীর্ঘ দুঘন্টা বৈঠক শেষে অভিজিৎ সিংহ জানান মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের বৈঠক হয়েছে। গত কয়েকদিন আগে যে বিধ্বংসী ঘূর্ণিঝড় হয়েছে তাতে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী পর্যায়ে নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি হচ্ছে।
বীরভূমে তাই বহু বাঁধ ভাঙার আশঙ্কা করা হচ্ছে। তাই সেচ দফতরকে নির্দেশ দেয়া হয়েছে যেসব এলাকায় আমপান ঘূর্ণিঝড়ের জন্য যতগুলি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে তা দ্রুততার সঙ্গে সারিয়ে ফেলতে হবে। পাশাপাশি চাষ জমি কিভাবে রক্ষা করা যায় সেদিকেও নজরদাড়ি করতে হবে।
আরও পড়ুনঃ আমপানে ক্ষতিগ্রস্ত চাষীদের সাহায্যের দাবিতে রাস্তায় বামেরা
দ্বিতীয়ত, বীরভূম জেলায় করোনা সংক্রমণে আক্রান্তদের কিভাবে দ্রুত চিকিৎসা পরিষেবা দিয়ে সুস্থ করে তোলা যায় সে ব্যাপারে বীরভূম জেলায় দুই মুখ্য চিকিৎসক আধিকারিকের সঙ্গে আলোচনা হয়েছে এবং এই মুহূর্তে বেশ কিছু মানুষ করোনা ব্যাধি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
পাশাপাশি যেহেতু অর্থনীতির অবস্থা তলানিতে ঠেকেছে তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রামের মানুষদের ১০০ দিনের কাজে যতটা সম্ভব নিযুক্ত করার জন্য সেচ দফতরকে বলা হয়েছে। সেচ দফতর জেলা পরিষদের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করবে, যাতে বাইরে থেকে আসা বিভিন্ন শ্রমিকদেরকেও ১০০ দিনের কাজে নিয়োগ করা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584