করুণ দৃশ্য: শ্রমিকের পেটের জ্বালা মেটাচ্ছে শ্মশানের কলা

0
162

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

সৎকারের কাজে ব্যবহৃত শ্মশানের কলা কুঁড়িয়ে খাচ্ছে পরিযায়ী শ্রমিকরা। হ্যাঁ, এমন দৃশ্যের সাক্ষী হয়ে থাকল দিল্লির নিগম্বধ ঘাটের নিকট এক শ্মশান।

সেখানে স্তূপাকারে পড়ে আছে পাকা, পচে যাওয়া এবং শুকনো কলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে সেই স্তুপ থেকেই কিছু পরিযায়ী শ্রমিক বেছে নিচ্ছে মন্দের ভালো কিছু কলা। অনুমান সৎকারের কাজে ব্যবহার করা হয়েছিল এই কলাগুলো। তবে মৃতের পরিবারের ফেলে যাওয়া কথাগুলোই এখন সম্বল তাদের। কলা বাছাইকারীদের মধ্যে একজনকে বলতে শোনা গেছে কলা সাধারনত খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়,কিন্তু এর মধ্যে থেকে বেছে নিতে পারলে আপাতত কাজ চলে যাবে।জানা গেছে এই শ্মশানের নিকট জমা হওয়া বেশির ভাগ শ্রমিকই বাইরের রাজ্যের।

দ্বিতীয়বারের জন্য লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে ১৫ই এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয় যে আগামী ৩রা মে পর্যন্ত দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কারখানা, হোটেল-রেস্টুরেন্ট, সিনেমা হল, শপিং মল বন্ধ থাকবে। কোন রাজনৈতিক বা কোন ধর্মীয় মিছিল বা জমায়েত করা যাবে না। বাস, ট্রেন এমনকি বিমানের মত পরিষেবাও বন্ধ থাকবে। রাস্তায় বেরোলেই পরতে হবে মাস্ক। এমনকি পাবলিক প্লেসে বা যেখানে সেখানে থুথু ফেলা যাবে না। সরকারি নির্দেশিকা অনুযায়ী যে এলাকায় প্রাদুর্ভাব বেশি অর্থাৎ নির্বাচিত ‘হটস্পট’-এ প্রবেশ করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

(ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি নিউজফ্রন্ট কর্তৃপক্ষ)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here