পিয়ালী দাস,বীরভূমঃ
কাঁকড়া বিছের দল থাকবে না,চলে যাবে। ভুলেও যেন বিজেপিকে ভোট দেবেন না।” গতকাল ইলামবাজারে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
গতকাল ইলামবাজারের দারন্দা গ্রামে তৃণমূলের অঞ্চল কমিটির প্রকাশ্য সভা ছিল।সেই সভায় উপস্থিত হয়ে প্রথমে নিজের দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে অনুব্রত মণ্ডল বলেন,”আমি সব বুথ সভাপতিদের মিটিংয়ের পর ডাকব। পাঁচ ছ’জন করে ডাকব। তখন যদি দেখি যে আপনারা মাসে দুটো করে মিটিং করেননি তবে ওখান থেকেই পদ থেকে সরিয়ে দেব।দুষ্টু গোরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। দুষ্টু গোরু রাখার দরকার নেই।কাজের স্বার্থে মানুষের সঙ্গে আছি।”
এরপরই সুর চড়িয়ে অনুব্রত মণ্ডল বলেন, “ভুল করবেন না। কাঁকড়া বিছের দল থাকবে না।চলে যাবে। ভুলেও যেন বিজেপিকে ভোট দেবেন না।” নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন,”উনি মিথ্যাবাদী প্রধানমন্ত্রী।উনি বলেছিলেন,আচ্ছে দিন আয়েগা।কোনও আচ্ছে দিন আসেনি।দেশে অন্ধকার নেমে এসেছে। আচ্ছে দিন যদি কেউ আনতে পারেন তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।” গতকালের সভায় অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ সহ অন্যরা।
আরও পড়ুনঃ ভিন রাজ্যে নির্যাতিত শ্রমিক, উদাসীন রাজ্য প্রশাসন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584