পিয়ালী দাস, বীরভূমঃ
অসাধু মাংস ব্যবসায়িদের জন্য জীবন সংশয় সিউড়ির বাসিন্দারা। সিউড়ি থেকে আবারও উদ্ধার খাবার অযোগ্য পোকাযুক্ত মাংস।
দুদিন আগেই এক পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে পচামাংস বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল দুজন মাংস বিক্রেতাকে। আজ সিউড়ি পৌরসভার উদ্যোগে আবার ওই একই জায়গাতেই তল্লাশি চালানো হয়, উদ্ধার হয় পচা পোকা ধরা মাংস,যা একেবারেই খাবার অযোগ্য ।খাওয়া তো দূরে থাক দুর্গন্ধের কারণে মাংসের আশেপাশে যেতে পারছেন না কেউই। কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এভাবে পচা মাংসের রমরমা সিউড়িতে বেড়েই চলেছে তা খতিয়ে দেখছে পৌরসভা।
পচা মাংস উদ্ধার হওয়াতে সমস্যায় পড়েছে সিউড়িবাসী। ভাগাড় কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের সিউড়িতে বারবার এই ধরনের পচা মাংস চরম সমস্যায় সাধারণ মানুষ। কি করে বিশ্বাস করে সাধারন মানুষ? এই পচা মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ছে অনেকেই ,তার দায়ভার নেবে কে। প্রশ্ন সাধারণ বাসিন্দাদের।সিউড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাউ জানান, অভিযান চলছে সিউড়ি শহর জুড়ে, কোথাও পচা মাংস বিক্রির খবর এলে সাথে সাথে পুলিশে অভিযোগ জানানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584