৫৬ বছরে ভবানীপুর ৭৫ পল্লীর পুজো, সম্পন্ন খুঁটি পুজো

0
243

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

পুজোর গন্ধ আকাশে বাতাসে। সময় যতই খারাপ হোক, মা আসবেন না তা তো হয় না। শুরু হয়ে গিয়েছে খুঁটি পুজো। আর তাতেই বোঝা যায় মা আসছেন।

Firhad Hakim | newsfront.co
খুঁটি পুজোয় পুর প্রশাসক ফিরহাদ হাকিম। নিজস্ব চিত্র

ভবানীপুর ৭৫ পল্লীর দুর্গোৎসব এবার ৫৬ বছরে পদার্পণ করল। সম্পন্ন হল খুঁটি পুজো। হাজির ছিলেন রাজনৈতিকমহলের বিশিষ্টরা।

Bhabanipur pujo | newsfront.co
নিজস্ব চিত্র

ছিলেন মন্ত্রী ফিরহাদ ববি হাকিম, মেয়র ইন কাউন্সিল দেবাশিস কুমার, সমাজসেবী তথা ৭৫ পল্লীর প্রেসিডেন্ট কার্তিক ব্যানার্জি, প্রাক্তন মন্ত্রী মদন মিত্র সহ আরও অনেকে।

Inauguaration | newsfront.co
নিজস্ব চিত্র

যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছে দেবেন্দ্র ঘোষ রোডে এদিন খুঁটি পুজো ঘিরে পুজোর আমেজে ভেসে গিয়েছিলেন এলাকাবাসী।

celebration | newsfront.co
নিজস্ব চিত্র

ক্লাব সেক্রেটারি সুবীর দাস জানান, “প্রতিবছরই আমাদের পুজো সকলের মনে ধরে। এবারও তেমনটাই হবে আশা রাখি। আমরা আমাদের সমাজ সেবার কাজ ভুলিনি। সারা বছরই আমরা নানা ধরনের সমাজ সেবামূলক কাজ করি। পুজোর সময়ে পুজোর পাশাপাশি আমাদের সামাজিক কাজকর্মও বহাল থাকে।”

আরও পড়ুনঃ শহরে দুর্গাপুজো বিষয়ক প্রশিক্ষণ অনলাইনেই

করোনা আবহে যতটা সম্ভব সাবধানতা মেনে পুজোর আয়োজন হবে বলে জানিয়েছেন তিনি। ডাঃ এস পালকে এদিন সম্বর্ধনা জানানো হয় পুজো কমিটির পক্ষ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here