সুদীপ পাল, বর্ধমানঃ
নতুন সেতু উদ্বোধন দুটি ভিন্ন পক্ষ। একপক্ষে রাজ্য, অন্যপক্ষে রেল। আজ, মঙ্গলবার নতুন সেতু উদ্বোধন করার কথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ঠিক সাত দিনের মাথায় ৩০ সেপ্টেম্বর এই একই উড়ালপুল উদ্বোধন এর কথা জানিয়েছে রেল।
পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী দাবি করেন, আগামী ৩০ সেপ্টেম্বর কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল এই সেতুর উদ্বোধন করবেন। তবে দুটি পক্ষ হলেও পরস্পরের অনুষ্ঠান নিয়ে কেউই কোনো মন্তব্য করতে চাননি।
পুরনো রেল সেতু আচমকা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই সমস্যায় পড়েছিলেন বহু মানুষ। ব্যাপক যানজটের মুখে পড়তে হয়েছিল বর্ধমানবাসীদের। বস্ত্র ব্যবসায়ীরা অভিযোগ করেছিলেন, পূজোর সময় হঠাৎ সেতু বন্ধ হয়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে ব্যবসায়। বিক্রিবাটা সেরকম হয়নি এখনো পর্যন্ত।
গতকাল আচমকা পরিদর্শনে যান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলাশাসক বিজয় ভারতী এবং প্রশাসনের অন্যান্য কর্তারা। রেল এবং পূর্ত দপ্তর পুরনো সেতুকে বিপদজনক ঘোষণা করেছিল। তারপরেই ১৫ সেপ্টেম্বর নয় দশকের পুরনো রেলসেতু বন্ধ করে দেয় জেলা প্রশাসন। হাইট বার লাগানো হয়েছিল।
এখন নতুন সেতুতে ওঠার জন্য পাঁচটি সংযোগকারী রাস্তা রয়েছে।
বর্ধমান পুরসভার দিকে, কাটোয়া রোডের বাজেপ্রতাপপুরে, জেলাশাসকের বাংলোর সামনে, কাটোয়া রোডের শোলাপুকুরের দিকে এবং মেহেদিবাগান লক্ষীপুর মাঠের কাছে।
আরও পড়ুনঃ বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বীরসিংহ গ্রামে মুখ্যমন্ত্রী
দুই পক্ষ বিশেষ মন্তব্য করতে না চাইলেও জেলার মন্ত্রী স্বপন বাবু বলেন, পুজোর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার বর্ধমানের বাসিন্দাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584