শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
দিল্লির ন্যাশান্যাল স্কুল অফ ড্রামার সাথে সংগতি রেখে আজ বালুরঘাটে উদ্বোধন হল নাট্য উৎকর্ষ কেন্দ্র।২০১২ সালে শুরু হলেও ২০১৯ এ আজকে এই ভবনের উদ্বোধন হলো।উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব।উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব অর্পিতা ঘোষ।
নাটকের শহর বালুরঘাট।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০১১ সালে ক্ষমতায় আসার পরই এখানে একটি সবরকম ব্যাবস্থা সম্পন্ন নাট্যচর্চা কেন্দ্র বা নাট্য উৎকর্ষ কেন্দ্র গড়ার উদ্যোগ নেন। সেই মত কাজও শুরু হয়।অনেক চরাই উৎরাই পেরিয়ে আজ সেই নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন হল।
প্রায় ১২ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যায়ে তৈরী হয়েছে এই নাট্য উৎকর্ষ কেন্দ্র।এই নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব,উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী বাচ্চু হাঁসদা,উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র,দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক কৃত্তিবাস নায়েক প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিত্ব।এই নাট্য উৎকর্ষ কেন্দ্রে ৮০ জন আবাসিকের থাকার ব্যাবস্থা আছে।এই নাট্য উৎকর্ষ কেন্দ্রে একটি ব্ল্যাক বক্স তৈরী করা হয়েছে যা এশিয়া মহাদেশের মধ্যে সর্বোৎকৃষ্ট বলে জানা গেছে।যেখানে ১০০ জনের ওপর দর্শকদের সামনে নাট্য কর্মীরা তাদের নাটক পরিবেশন করতে পারবেন।সামনেই লোকসভা নির্বাচন,তার আগেই এই উৎকর্ষ কেন্দ্র উদ্বোধন হওয়ায় খুশি বালুরঘাটের নাট্যপ্রেমী মানুষ।
আরও পড়ুনঃ ভোটের আগে হাতিঘিসায় ডিজিটাল গ্রামের উদ্বোধন আলু্ওয়ালিয়ার
খুশি হলেও জেলার নাট্যকারদের মধ্যে এই নাট্য উৎকর্ষের শুভ উদ্বোধন নিয়ে ক্ষোভের মুখে পরেন উপস্থিত আয়োজকরা।কারন হিসাবে তারা জানানো হয় এই নাট্য উৎকর্ষের শুভ উদ্বোধনে তাদের কোন রকম আমন্ত্রন জানাননি কর্তৃপক্ষ।
তবে বিশিষ্ট জনেরা মনে করছেন সামনে লোকসভা ভোটের কারনে তড়িঘড়ি উদ্বোধন করলেন শাসকদল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584