রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
রবিবার মাড্ডা গ্রাম পঞ্চায়েতের অধীনে বিশুর পুকুর প্রাথমিক বিদ্যালয় ইকো পার্কের উদ্বোধন করলেন অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ সুদীপ্ত পোড়েল।
অর্থ কমিশনের খাত থেকে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের আওতায় বিশুরপুকুর প্রাথমিক বিদ্যালয়ে ইকো পার্কের উদ্বোধন করা হল।
আগামী দিনের লক্ষ্য সরকারি প্রকল্পের আওতায় মুর্শিদাবাদ জেলায় যে ২৫০ গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই প্রতিটি পঞ্চায়েতের আওতায় অন্তত একটি করে ইকো পার্ক করা হবে। এই পার্কগুলিতে যেমন খেলাধুলার সরঞ্জাম থাকবে পাশাপাশি বিভিন্ন রকম গাছ লাগানো হবে যেখানে ঔষধি গাছ থাকবে। লেখা থাকবে তার প্রচলিত নাম ও বিজ্ঞানসম্মত নাম, যাতে বাচ্চাদের খেলতে খেলতে শিখতে সুবিধে হয়।
এই পার্কে শুধু যে স্কুলের বাচ্চারা খেলতে পারবে তা নয়, গ্রামের শিশু থেকে শুরু করে অন্যান্যরা যাতে আনন্দ উপভোগ করতে পারে, অবসর সময় কাটাতে পারে তার ব্যবস্থাও আছে। সুদীপ্ত পোড়েল জানান যে, শহরের বিভিন্ন ওয়ার্ড গুলিতে একটি করে উদ্যান রয়েছে। গ্রামের শিশুগুলো যাতে বঞ্চিত না হয় তাই সরকারি ভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রয়োজনমাফিক ১০০ দিনের কাজের আওতায় স্টেডিয়াম গড়ে তোলা হবে যাতে বাচ্চাদের খেলাধুলার ক্ষেত্রে কোনও রকম অসুবিধা সৃষ্টি না হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা-১ বিডিও বিরুপাক্ষ মৈত্র অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584