শ্যামল রায়,কালনাঃ
মন্তেশ্বর ব্লকের মামুদপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন বন্ধু পুর গ্রামে ফ্লাড সেন্টারের উদ্বোধন হয় বৃহস্পতিবার।উদ্বোধন করেন সাংসদ মমতাজ সংঘ মিতা।উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব দত্ত ও পঞ্চায়েত সমিতির সদস্য আজিজুল হক সহ অনেকেই।
উদ্বোধক সাাংসদ মমতাজ সংঘ মিতা বলেন যে দীর্ঘদিন আগে তার সাংসদ তহবিল থেকে ২৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল।ফ্লাড সেন্টার তৈরি হওয়ার ফলে বিভিন্ন সময়ে প্রাকৃতিক বিপর্যয় এই সেন্টারটি ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ।
তিনি উল্লেখ করেছেন যে ২০০০ সালের পর আর এলাকায় বন্যা হয়নি।তবুও অদূর ভবিষ্যতের কথা ভেবে এই ফ্লাড সেন্টারটি তৈরি করা হয়েছে।
তিনি উল্লেখ করেছেন যে বিগত দিনের সরকার এলাকার মানুষের জন্য কোন কাজ করেনি সরকার পরিবর্তনের পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় ব্যাপক উন্নয়নমুখী কাজ হয়েছে।
আরও পড়ুনঃ পাটিকাবাড়িতে সামাজিক নিরীক্ষার গ্রামসভার আয়োজন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584