শ্যামল রায়,কাটোয়াঃ
শনিবার কাটোয়া মহা বিদ্যালয় প্রাঙ্গনে মিনি ইনডোর গেমসের উদ্বোধন হলো। উদ্বোধন করেন কাটোয়া মহকুমা শাসক সৌমেন পাল।
উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,মহাবিদ্যালয় এর অধ্যক্ষ নির্মলেন্দু চট্টোপাধ্যায় ও কাটোয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা বাহিন এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক বদ রুদদোজা।
দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীর দাবি ছিল মহা বিদ্যালয় প্রাঙ্গণে একটি মিনি ইনডোর গেম চালু হোক।
মহকুমাশাসক সৌমেন পাল জানিয়েছেন যে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি এই ধরনের মিনি ইনডোর গেমস এর প্রয়োজনীয়তা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় মিনি ইনডোর গেমসের কাজ হয় এবং অর্থ বরাদ্দ হয়।তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো এ দিন।
অন্যদিকে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের চিন্তা ধারায় রাজ্য জুড়ে ব্যাপক উন্নয়নমুখী কাজ চলছে সেই উন্নয়নের মিনি ইনডোর গেমস উল্লেখযোগ্য পদক্ষেপ কাটোয়া বাসীর জন্য।
সেই সাথে ছাত্র ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি মিনি ইনডোর গেমসের সাহায্য পাবে।
আরও পড়ুনঃ অনূর্ধ্ব ১৭ তাইকন্ড প্রতিযোগিতা আয়োজনে বিদ্যালয় ক্রীড়া পর্ষদ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584