সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
দিশারি হেলথ পয়েন্ট প্রাইভেট লিমিটেড এর কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হাসপাতাল উদ্বোধন হলো আজ।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় মহেশতলা পৌরসভার ঐকান্তিক প্রচেষ্টাই চেয়ারম্যান ও বিধায়ক দুলাল দাস মহাশয়ের তত্ত্বাবধানে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার অধীনস্থ ষোলো নম্বর ওয়ার্ডের সন্তোষপুর গভঃ কলোনির ব্লক ‘বি’ এর অত্যাধুনিক মানের এই সুপার হাসপাতাল তৈরি হয়েছে।৩৫০টি বেডের এই হাসপাতালের শুভ উদ্বোধন হল আজ।এই গৌরবময় হাসপাতালের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জী।
এছাড়াও স্থানীয় বিধায়ক দুলাল দাস,বজবজ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অশোক দেব, মহেশতলা পৌরসভার ভাইস চেয়ারম্যান আবু তালের মোল্লা,সমাজ সেবিকা রত্না চ্যাটার্জি, মহেশতলা পৌরসভার কাউন্সিলার সুকান্ত বেরা,পিষূষ দাস,তাপস হালদার,রেবা কয়াল, রাকিয়া খাতুন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জী বলেন – “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উদ্যোগ নিয়ে মহেশতলা মানুষের প্রয়োজন মিটিয়েছে শুধু তাই নয় আধুনিক উচ্চ মানের প্রায় সাড়ে তিনশো বেডের ব্যবস্থা সহ ফায়ার সার্ভিসের ব্যবস্থা আছে এখানে, সব মিলিয়ে একটি আত্যাধুনিক হাসপাতাল।মহেশতলা মানুষের দীর্ঘ দিনের চাহিদা মিটেছে ।শুধু এই আত্যাধুনিক হাসপাতাল হয়েছে ঠিকই কিন্ত এর পরিচর্যার দিকেও লক্ষ্য রাখতে হবে পাখির চোখের মতো।”
আরও পড়ুনঃ হুগলী থেকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ উদ্বোধন মুখ্যমন্ত্রীর
এখানে সাধারণ মানুষেরা উপকৃত হবেন কারণ আগে এখানকার মানুষের হাত ভেঙ্গে গেলেও কলকাতাই যেতে হতো কিন্ত এখন সেই চিন্তা দূর হলো আর মনে হয়না ছোটখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে কলকাতাই যেতে হবে।সব নিয়ে খুশি এলাকাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584