তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের নব নির্মিত দ্বিতল ভবনের দ্বার উদ্ঘাটন করেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা।জেলাশাসক অরবিন্দ কুমার বলেন বর্তমান সময়ে সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য। এই দুটো মাধ্যম এখন এতটাই সক্রিয় যে,যে সমস্ত জায়গায় প্রশাসন আগে পৌঁছাতে পারে না সেই সমস্ত জায়গায় সাংবাদিকরা পৌঁছে গিয়ে সেখানকার খবর তুলে তারা উপস্থাপন করে। এতে পাঠকরা যেমন জানতে পারছেন সঠিক ঘটনা তেমনই জেলা প্রশাসনের অনেকটাই সুবিধা হয়েছে তাদের কাজ করতে।জেলাশাসক অরবিন্দ কুমার মিনা আরো বলেন উত্তর দিনাজপুর জেলার সাংবাদিকরা সত্যিই দারুণ ভালো কাজ করে চলছে প্রতিনিয়ত।তাদের গঠনমূলক লেখনি এবং ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার এর ক্ষেত্রে।এটা একটা নয়া দৃষ্টান্ত সকলের কাছে তারা ইতিমধ্যে স্থাপন করে দিয়েছে। তাই জেলার সকল সাংবাদিকদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিকরা যেমন তাদের পাশে রয়েছে তেমনই জেলা প্রশাসন ও তাদের পাশে রয়েছে সব সময়।পাশাপাশি তিনি এদিন জানান আগামী লোকসভা নিবার্চনে যাতে সাংবাদিকরা অন্যান্য সরকারি কর্মচারীদের মতো তাদের ভোট দিয়ে সাংবাদিকের দায়িত্ব পালন করতে পারে তার জন্য তিনি নিবার্চন কমিশনের কাছে প্রস্তাব রাখবেন।পাশাপাশি এদিন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সহ রায়গঞ্জের জেলা প্রেস ক্লাবে একটা সাউন্ড সিস্টেম দেওয়া যায় কিনা সরকারি ভাবে তা সহানুভূতির সাথে বিবেচনা করবেন বলে জানান।এদিন নর্থ বেঙ্গল কনফেডারেশন অব জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অংশুমান চক্রবর্তী বলেন,বর্তমান সময়ে সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া এতটাই সক্রিয় যে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এখন সহজেই ধরা পড়ে যাচ্ছে সকলের চোখের সামনে,তাই যারা অন্যায় করছে তাদের কাছে বর্তমান সময়ে সাংবাদিকরা শত্রু হয়ে রয়েছে।তাই এখনই সাংবাদিকরা ঐক্যবদ্ধ ভাবে না থাকলে আগামী দিনে সমূহ বিপদ সামনে দাঁড়িয়ে রয়েছে।তিনি বলেন উত্তরবঙ্গের সব সাংবাদিকদের নিয়ে তিনি ইতিমধ্যেই একটি মঞ্চ গড়ে তুলেছেন।যেখানে একই ছাতার তলায় সব সাংবাদিকরা রয়েছেন।আগামী দিনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের কল্যানে অনেককিছু আদায় করা যাবে।তিনি বলেন ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কল্যানে অনেক কিছু চালু করে দিয়েছে। তিনি এদিন কালিয়াগঞ্জ প্রেসক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন ,এত সুন্দর একটি প্রেসক্লাব সরকারি অর্থানুকূল্যে বানিয়ে ফেলার জন্য।অপরদিকে এদিনের অনুষ্ঠানে উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র জানান ,সাংবাদিকদের সময় এসেছে এখন ঐক্যবদ্ধ হওয়ার তাই সাংবাদিকরা নিজেদের পেশাগত তাগিদেই এখন ঐক্যবদ্ধ হচ্ছে দিকে দিকে।তিনি সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘কেউ যেন একা একা কোন জায়গায় খবর করতে না যান।খবর করতে গেলে অবশ্যই সঙ্গে কাউকে নিয়ে যাবেন।শত্রুপক্ষরা সব সময় সুযোগের অপেক্ষায় থাকে।কারন সমাজের চোখে কারো কাছে সাংবাদিকরা বন্ধু হলেও কিছু কিছু দুর্নীতিবাজ ও প্রতারকদের কাছে সাংবাদিকরা এখন শত্রু।’ তিনি এ দিন কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের দ্বিতল ভবন নির্মাণ করার জন্য কালিয়াগঞ্জ প্রেস ক্লাবকে অভিনন্দন জানান।এদিনের অনুষ্ঠানে পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল বলেন সংবিধানের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা।সাংবাদিকদের অনেক গঠনমূলক লেখনীর মাধ্যমে অনেক সময় প্রশাসনকে অনেক কিছু ভুলত্রুটি দেখিয়ে দিলে সমস্যার সমাধান ত্বরান্বিত হয়।সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন কালিয়াগঞ্জ পৌরসভা সব সময় সাংবাদিকদের পাশে ছিল রয়েছে আর আগামীতেও থাকবে।অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য দধীমোহন দেবশর্মা, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দোপাধ্যায়,উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি অমিত সরকার,সহ বিশিষ্টজনেরা।
আরও পড়ুনঃ জোড়া তাঁতের হাটের দ্বারোদঘাটনে মন্ত্রী স্বপন দেবনাথ
এদিন সমাজসেবা মূলক কাজে জড়িত থাকা কালিয়াগঞ্জের বিশিষ্টজনদের প্রেস ক্লাবের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হয় এবং সংবাদ মাধ্যম চতুর্থ পিলার এবং সংবাদ মাধ্যমের কর্মক্ষেত্রেই বিশিষ্ট দিক আলোচনা করেন বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে সাংবাদিক স্বপন মজুমদারের একটি গ্রন্থ সম্পাদকের কলমে ‘আজকের প্রাসঙ্গিকতা’ নামে একটি বই প্রকাশ হয়।জেলা শাসক অরবিন্দ কুমার মিনার হাতে বইটির উদ্বোধন হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584