শ্যামল রায়,কালনাঃ
বৃহস্পতিবার এন ইউ এইচ এম প্রকল্পের অধীন কালনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নতুন ভবনের উদ্বোধন হলো।উদ্বোধন করেন কালনা পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ।উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।উদ্বোধনকালে চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ জানিয়েছেন যে মোট ৭৫ লক্ষ টাকা ব্যয়ে এই নতুন স্বাস্থ্য কেন্দ্রের ভবন তৈরি করা হয়েছে।মোট ১৬ জন চিকিৎসক বিনামূল্যে রোগীদের চিকিৎসা করবেন।
এছাড়াও বিনামূল্যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে ল্যাবরেটরি সুবিধা পাবেন বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা।সরকারি পরিষেবার পাশাপাশি এই ধরনের পৌরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন তৈরি হওয়ার কারণে বহু গ্রাম ও শহর থেকে আসা রোগীরা উপকৃত হবেন।
আগামী দিন বিভিন্ন ধরনের কঠিন রোগের চিকিৎসা করা হবে বলে তিনি জানিয়ে দিয়েছে।এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকরা এই পৌরসভা পরিচালিত চিকিৎসা কেন্দ্রে থাকবেন।এর ফলে কালনা শহরবাসী যেমন উপকৃত হবেন তেমনি বিভিন্ন গ্রাম থেকে আসা রোগীরা উপকৃত হবেন।
আরও পড়ুনঃ মন্তেশ্বরে ফ্লাড সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584