হরষিত সিংহ,মালদহঃ
রাজ্য সরকারের উদ্যোগে প্রতিটি জেলার পাশাপাশি মালদহ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পালিত হল সেভ ড্রাইভ সেফ লাইফ বা পথ নিরাপত্তা সপ্তাহ। সোমবার মালদা কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা করা হয়। এদিনের এই আনুষ্ঠান মঞ্চ থেকে ইংরেজবাজার শহরের দুই প্রান্তে দুটি শিবির ও ট্যাবলোর উদ্বোধন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অরিন্দম সরকার। এই শিবির গুলির মাধ্যমে সপ্তাহব্যাপী সাধাণ মানুষকে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা করা হবে।
পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রাজ্য সরকারের উদ্যোগে চালু করা হয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের। বিগত বছরগুলিতে এই প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে রাজ্য জুরে। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়কগুলিতে তুলনামূলক কমেছে দূর্ঘটনার সংখ্যা। তাই পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিবছর পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। এবছর মালদা জেলা সহ রাজ্যের প্রতিটি প্রান্তে ২৩ থেকে ৩১ জুলাই পালিত হবে পথ নিরাপত্তার বিভিন্ন কর্মসূচি। সোমবার মালদা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অডিটোরিযামে আয়োজিত এই আনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, জেলার অতিরিক্ত পুলিশ সুপার অরিন্দম সরকার ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান তথা আরটিও বোর্ডের সদস্য দুলাল সরকার সহ জেলার সমস্ত পরিবহন সংগঠনের কর্তা থেকে প্রশাসনিক অনান্য কর্তা ব্যাক্তিরা। এদিনের অনুষ্ঠানে পথ নিরাপত্তা নিয়ে পরিবহন কর্মীদের সচেতন করা হয়। পাশাপাশি শহরের দুই প্রান্তে দুটি শিবির ও ট্যাবলোর সূচনা করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি হ্যান্ডবিল ও বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সচেতনতার রালি থেকে প্রচার চালানো হবে। সমাজের প্রতিটি শ্রেণীর মানুষকে এই পথ নিরাপত্তা সপ্তাহে যোগ দানের আহ্বান জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অরিন্দম সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584