সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
আজও প্রাকৃতিক দুর্যোগ অভিশাপ হয়ে দাঁড়ায় সাগরদ্বীপবাসীর কাছে।স্বাধীনতার পর অনেকদিন ছিল আর্থিক অভাব অনটন।২০১১ সালে রাজ্যের পালা বদলের পর অনেকটাই দুঃখ ঘুঁচেছে সাগরদ্বীপবাসীর।গঙ্গাসাগর বকখালি ডেভলপমেন্ট বোর্ডের উন্নয়নের জোয়ার আজ দক্ষিণ সুন্দরবনের বড় দ্বীপ সাগরদ্বীপবাসীর কাছে মাত্রা পেয়েছে।
দীর্ঘদিনের মানুষের দাবি ছিল এই দ্বীপে স্পোর্ট কমপ্লেক্স তৈরী করা।নটি গ্রাম পঞ্চায়েতে একাধিক এলাকায় খেলার মাঠ থাকলেও,পরিকাঠামোগত মাঠ সঙ্গে কমপ্লেক্স,স্টেডিয়াম ছিলনা কোথাও।ফলে প্রতিভাবন খেলোয়ারদের খেলার মান উন্নয়ন করতে পারছিলেননা এলাকার লোক।
আরও পড়ুনঃ নারকেল ফাটিয়ে চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন দিলীপের
সরকারি সাহায্য কিংবা বেসরকারী সংগঠনের কোন খেলা খেলতে হলে মাঠ তৈরী করে খেলার আয়োজন করতে হতো।যা সমস্যা হতো অনেকের।খেলাপ্রেমী ও প্রতিভাবানদের কথা মাথায় রেখে সমাধান করতে ২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৈলনে শিলান্যাস করেন সাগর স্পোর্ট কমপ্লেক্সে সঙ্গে ৬০০ সিটের স্টেডিয়াম। দীর্ঘ দু’বছর পর নির্মিত হলো সাগর স্পোর্ট কমপ্লেক্স সঙ্গে ৬০০ সিটের স্টেডিয়াম । অত্যাধুনিক এই স্টেডিয়াম বানাতে মোট খরচ হয়েছে ২ কোটি টাকা।
রাজ্যসভার সাংসদ নাজিমূল হকের আর্থিক তহবিলের নির্মিত হয়েছে সাগর স্পোর্টস কমপ্লেক্সটি।যা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সাগর বিধায়ক ওরফে সাগর বকখালি বোর্ডের চেয়ারম্যান বঙ্কিম হাজরা।হরিণবাড়ি সাগর মহাবিদ্যালয় মাঠে মহিলা প্রগতি ম্যাচের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন।বাম আমলে তৎকালি বিধায়ক প্রভঞ্জন মন্ডল সাগর স্পোর্ট কমপ্লেক্সের শিল্যানাস করেছিলেন ঠিকিই,কিন্তু কমপ্লেক্স না গড়াই মাঠ উন্নয়ন সঙ্গে খেলার মান উন্নয়নে পিছিয়ে পরেন ।যা আজ বাস্তবায়িত হলো সাগরদ্বীপ বাসির কাছে।
আড়াই লক্ষ দ্বীপবাসীর আজ স্বপ্ন পূরন হলো প্রতিভাবন খেলোয়ারদের উদ্যোগ বাড়াতে ।রাজ্য সভার সাংসদ তহবিলের টাকায় নির্মিত সাগর স্পোর্টস কমপ্লেক্স রক্ষনাবেক্ষনের দায়িত্ত থাকবে সাগর বিডিও উপর।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর বিডিও সুদীপ্ত মন্ডল , সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্রনাথ খাঁড়া , ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত প্রধান উপ-প্রধানরা।
এদিন বিধায়ক বলেন আগামী দিন এই মাঠে বড় বড় টুর্নামেন্ট খেলানো হবে । যা আয় হবে তা এই মাঠের কাজে লাগানো হবে । ইতিমধ্যে মথুরাপুর লোকসভার সাংসদ চৌধুরী মোহন জাটুয়ার তহবিল থেকে হাইমার্চ লাইট দাবি রাখা হয়েছে।শুধু তাই নয় আগামী দিন এই মাঠের পাশে সুইমিংপুল করার চিন্তা ভাবনা করা হচ্ছে ।
এদিন বিডিও সুদীপ্ত মন্ডল বলেন, মাঠের পরিকাঠামোর দিকে থাকবে বেশি নজরদারি। কমিটির মধ্যে দিয়ে এই পরিচালনা করার কথা জানান।অভাব অনটন ভরা আড়াই লক্ষ দ্বীপবাসী অত্যাধুনিক সাগর স্পোর্স কমপ্লেক্স সঙ্গে স্টেডিয়াম পেয়ে খুশি অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584