ঝাড়গ্রামে ‘সঙ্গিনী’ প্রকল্পের শুভ উদ্বোধন

0
94

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

Inauguration of sangini project at jhargram 3
নিজস্ব চিত্র

কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স এবং তিনটি সংগঠন- রাউন্ড টেবিল ইন্ডিয়া,ইয়ে মেরা ইন্ডিয়া ও লেডিস সার্কেল ইন্ডিয়ার যৌথ প্রচেষ্টায় জঙ্গলমহলের মহিলাদের সম্মান রক্ষার্থে এবং তাদের স্বনির্ভর করে গড়ে তোলার উদ্দেশ্যে “সঙ্গিনী” প্রকল্পের শুভ উদ্বোধন হলো ঝাড়গ্রাম জেলার খড়িকামাথানীতে।

Inauguration of sangini project at jhargram
ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। নিজস্ব চিত্র

এই সঙ্গিনী প্রকল্পের মাধ্যমে গ্রাম্য মহিলাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে স্বল্পমূল্যে স্যানিটারি প্যাড দেওয়া হবে,যা তৈরি হবে খড়িকামাথানীর স্যানিটারি প্যাড নির্মাণ কেন্দ্র।বর্তমানে স্থানীয় ১৪ জন মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এই কাজের সূচনা করা হয়েছে। যা আগামী দিনে পশ্চিমবঙ্গ তথা অন্য রাজ্যেও শুরু করা হবে বলে জানান আইজি সি আর পি এফ পশ্চিমবঙ্গ সার্কেল এস রভীন্দ্রন।

আরও পড়ুনঃ বেলদা কলেজে শীতকালীন বিশেষ সেমিনারের আয়োজন

Inauguration of sangini project at jhargram 2
নিজস্ব চিত্র

এদিন উপস্থিত ছিলেন ডিআইজি সীমা ঢুন্ডিয়া,ডিআইজি এ কে চতুর্বেদী,ডি আই জি দুর্গাপুর ভি কে সিং। স্থানীয় প্রশিক্ষিত মহিলা মধুশ্রী সিংহ, অণিমা সিংহ রা আশাবাদী এই প্রকল্পের মাধ্যমে তারা অনেকেই স্বনির্ভর হতে পারবেন এবং আগামী দিনে আরও অনেকে স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন।পাশাপাশি সিআরপিএফের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের অসংখ্য মহিলারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here