নাদনঘাট বাজারে নবনির্মিত দোকানঘর ও ঢালাই রাস্তার উদ্বোধন

0
138

শ্যামল রায়,কালনাঃ
শনিবার কৃষিজ ও বিপণন দফতরের আর্থিক সহায়তায় পূর্বস্থলী এক নম্বর ব্লকের অধীন নাদন ঘাট বাজারে মাছ ও সবজির ব্যবসাদারদের জন্য ঢালাইয়ের আচ্ছাদন এবং অন্যান্য নির্মিত দোকান ঘরের উদ্বোধন হলো।উদ্বোধন করেন কৃষিজ ও বিপণন দফতরের মন্ত্রী তপন দাশগুপ্ত। পৌরহিত্য করেন রাজ্যের আরেক মন্ত্রী স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ বালা ও পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পূর্ত দপ্তরের কর্মদক্ষ পরিমল দেবনাথ ও স্থানীয় প্রধান উপপ্রধান ও সদস্যরা।

nadan ghat
বাজারে নবনির্মিত দোকান ঘর ও ঢালাই রাস্তা উদ্বোধনে মন্ত্রী,বিধায়ক। নিজস্ব চিত্র

উদ্বোধক তপন দাশগুপ্ত জানান যে “কৃষিজ ও বিপণন দফতরের আর্থিক সহায়তা দিয়ে এই নাদন ঘাট বাজার এর উন্নতি করা হলো।বরাদ্দ করা হয়েছিল ১ কোটি ৬৩ লক্ষ টাকা।দীর্ঘদিন ধরে আমাদের স্থানীয় বিধায়ক রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ এই বাজারের উন্নতিকল্পে আমাদের দপ্তরকে জানিয়েছিলেন আমরা দ্রুত অর্থ বরাদ্দ করে এতদঞ্চলের ব্যবসাদারদের জন্য এই বাজারের উন্নতি করার পরিকল্পনা গ্রহণ করেছিলাম। আজ পরিকাঠামোর উন্নতি বাস্তবায়ন দেখতে পেলেন ব্যবসাদাররা এবং স্থানীয় ক্রেতা-বিক্রেতা সকলেই।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে যে উন্নয়ন চলছে তার উন্নয়ন ও পূর্ব বর্ধমান জেলার সাথে কালনা মহকুমার পূর্বস্থলীতে ও উন্নয়নের ধারা অব্যাহত।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্দেশ উন্নয়ন নিয়ে কোন রকম রাজনীতি নয় উন্নয়নের সাথে
আমাদের জড়িয়ে থাকতে হবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।”
সভাপতি স্বপন দেবনাথ জানিয়ে দেন যে কালনা মহকুমা জুড়ে বিভিন্ন ব্লকে প্রচুর উন্নয়নমুখী কাজ যেমন হয়েছে এবং যার কিছু। এখনো চলছে,ঢালাই রাস্তা থেকে শুরু করে পর্যাপ্ত পরিস্রুত পানীয় জল এবং সরকারি আইটিআই কলেজ ডিগ্রী কলেজ সহ বিভিন্ন বিদ্যালয় এর পরিকাঠামো উন্নয়ন বাজারের উন্নয়ন সহ একাধিক কাজ হয়েছে এবং চলছে।পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জানিয়েছেন যে নাদন ঘাট বাজার এই এলাকার মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ।ব্যবসায়ীদের দাবি ছিল ঢালাই রাস্তা ঢালাই সেড, পর্যাপ্ত পানীয় জল শৌচাগার প্রভৃতি।স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ উদ্যোগ নিয়ে এই কাজটি আজ বাস্তবায়িত হলো। বাজারের ২২ টি দোকান ঘর তৈরি করে দেয়া হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। এছাড়াও বাজারের মধ্যে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং সুলভ মূল্যে একটি শৌচাগার তৈরি করে দেয়া হয়েছে।বাইরে থেকে যারা ক্রেতা-বিক্রেতা এই বাজারে আসেন তাদের আর কোন সমস্যা থাকবে না।

আরও পড়ুনঃ ফিরে এল বাষ্পচালিত রেল ইঞ্জিন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here