শ্যামল রায়,কালনাঃ
বৃহস্পতিবার কালনা ২ নম্বর ব্লকের অধীন জগদানন্দপুর ও শ্রীবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি উন্নয়নমুখী কাজের উদ্বোধন করলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।
এদিন জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া বাসস্ট্যান্ডে একটি যাত্রীনিবাসের উদ্বোধন করেন।

এই যাত্রীনিবাসটি তৈরি হয়েছে একশো দিনের কাজে দু’লক্ষ টাকা ব্যয়ে। শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের মূলগ্রামে সাত লক্ষ টাকা ব্যয়ে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হয়েছে। এছাড়াও শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের অধীন পঞ্চায়েত অফিস চত্বরে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য একটি ক্লাসটার বিল্ডিংয়ের উদ্বোধন হয়েছে। এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে একশো দিনের কাজে ও আনন্দধারা প্রকল্পের অধীন বারো লক্ষ চুরাশি হাজার টাকায়।
সবকয়টি উন্নয়নমুখী কাজের উদ্বোধন করেন জেলাশাসক। এইসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উন্নয়নমুখী প্রকল্পের আধিকারিক শুভাশিস বেজ, ,নোডাল অফিসার বিশ্বজিৎ ভট্টাচার্য, মহাকুমা শাসক সৌমেন পাল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শিবাশীষ সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি নরেশ মণ্ডল পূর্ত দফতরের কর্মদক্ষ সুব্রত মজুমদার ইলা চট্টোপাধ্যায় গৌতম ঘোষাল সেখর সেখ।

জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব প্রকল্পগুলির বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেছেন।আগামী দিন কাজের গতি আরও বাড়ানোর ওপর জোর দিতে বলেছেন জনপ্রতিনিধিদের ও ব্লকের বিভিন্ন বিভাগের আধিকারিকদের। সমিতির পূর্ত দফতরের কর্মদক্ষ সুব্রত মজুমদার জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যজুড়ে উন্নয়নমুখী কাজের ধারা অব্যাহত রেখেছেন আমরাও সেই সাথে সমান অংশীদার। আমাদের পঞ্চায়েত সমিতির এলাকায় ব্যাপক উন্নয়নমুখী কাজ শেষ হয়েছে এবং চলছে। আগামী দিন আরো বহু উন্নয়নমুখী কাজ আমরা হাতে নিয়েছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584