নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুরে জেলবন্দি আসামিদের হাতে তৈরি জামা কাপড় থেকে পণ্যযোগ্য সামগ্রী বিপননের ব্যবস্থা করছে রাজ্য সরকার। পরিকল্পনা করা হচ্ছে নতুন দোকানের,যেখানে বিক্রি হবে আসামিদের তৈরি নানা জিনিসপত্র।
আর বিক্রিত সামগ্রী থেকে প্রাপ্ত লভ্যাংশও তুলে দেওয়া হবে সেই আসামিদের হাতেই।এতে একদিকে যেমন সমাজের মূলস্রোতে ফিরতে সক্ষম হবে আসামিরা তেমনি অর্থ লাভের মুখ দেখবে।তাদের পরিবারের লোকেরাও উপকৃত হবেন বলে মত ভারপ্রাপ্ত কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এর।
বৃহস্পতিবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার এর উদ্যোগে শীতকালীন আনন্দ মেলার উদ্বোধন করতে আসেন উজ্জ্বল বিশ্বাস, সাথে ছিলেন কারা দপ্তরের আধিকারিকরা।এই মেলায় মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার এর বন্দিরা ছাড়াও অংশ নেয় প্রেসিডেন্সি,আলিপুর, দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের সাজাপ্রাপ্ত আসামিরা।
আরও পড়ুনঃ লাইব্রেরীর শূন্যপদে অস্থায়ী নিয়োগ
দু’দিন ব্যাপী এই মেলায় বিক্রি হচ্ছে জামাকাপড় থেকে শুরু করে মোমবাতির মত সামগ্রী,যা নিজে হাতে তৈরি করেছে বন্দিরা। মেলায় মোট ১০ টি স্টল রয়েছে।বর্তমানে সরকার নির্ধারিত বন্দিদের প্রাপ্য দৈনিক ১০০ টাকা,নিজেদের হাতে তৈরি সামগ্রী বিক্রি করে বাড়তি লাভের মুখ দেখবে বন্দিরা এমনটাই মত কারা মন্ত্রীর।এই মেলায় যোগদান করে উচ্ছ্বাসিত বন্দিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584