পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের পাকা রাস্তা নির্মানের শিলান্যাস অনুষ্ঠান

0
59

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের পাঞ্জিপাড়া গ্রামপঞ্চায়েতের ঘরধাপ্পা বালুচুক্কা থেকে কদমতলা পর্যন্ত ২ কিমি পাকা রাস্তা নির্মানে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল।পাশাপাশি গোয়ালপোখর ব্লকের আরও সাতভিটা মোড় থেকে দোয়াপাড়া পর্যন্ত ২ কিমি এবং হলদিভিটা থেকে শান্তিনগর রেলগেট পর্যন্ত দুই কিলোমিটার দুটি পাকা সড়কের শিলান্যাস করেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গোলাম রব্বানি।

ফিতে কেটে উদ্বোধন করছেন গোলাম রব্বানি। নিজস্ব চিত্র

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে নয় কোটি টাকা ব্যায়ে এই তিনটি পাকা রাস্তার শিলান্যাস করা হয়।এদিন তৃণমূল নেতা গোলাম মুস্তাফার নেতৃত্বে সহস্রাধিক মানুসের পাশাপাশি অঞ্চল সভাপতি ফিরোজ খান, পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাল মহম্মদ, বর্তমান গ্রাম পঞ্চায়েতের সদস্য সাহেবা খাতুন, জেলা পরিষদের সদস্য মামনি পোদ্দার, প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি আলেমা নুরি, পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ রাহি শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here