খুঁটি পুজো দিয়ে মিশরীয় আদলে রুদ্রাক্ষের মণ্ডপ তৈরি শুরু কোচবিহারে

0
93

মনিরুল হক,কোচবিহারঃ

খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর সুবর্ণ জয়ন্তী বর্ষের মণ্ডপ তৈরির কাজের সূচনা করল কোচবিহারের নিউটাউন ইউনিট। আজ পূর্ণিমার তিথিতে খুঁটি পুজোর আনন্দে মেতে ওঠেন ক্লাবের সদস্য ও স্থানীয়রা। মন্ত্রপাঠ ও ঢাক বাজিয়ে আড়ম্বরের সঙ্গে খুঁটি পুজো সম্পন্ন হয়। এলাকার মহিলারাও এদিন খুঁটি পুজোতে যোগদান করেন। শঙ্খ বাজিয়ে তারা এলাকা মুখরিত করে তোলেন। ক্লাবের তরফে জানা গিয়েছে, মিশরীয় স্থাপত্যের আদলে পুজো মণ্ডপ তৈরি করা হবে। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হবে প্লাইবোর্ড, রুদ্রাক্ষ এবং রং। এই মণ্ডপ কোচবিহারের দর্শকদের মন জয় করবে। নিউটাউন ইউনিটের দুর্গাপুজো কমিটির সম্পাদক বিষ্ণুপদ রায় বলেন, এবার আমাদের পুজোর সুবর্ণ জয়ন্তী।

নিজস্ব চিত্র

আজকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে মণ্ডপ তৈরির কাজ শুরু করা হল। প্লাইবোর্ডের উপর প্রায় ৫০ লক্ষ রুদ্রাক্ষ দিয়ে মিশরীয় আদলে মণ্ডপ তৈরি করা হবে। আমাদের দেশের বিভিন্ন জায়গার মন্দির বা অন্যান্য কিছুর অনুকরণে মণ্ডপ অনেক জায়গায় তৈরি করা হয়। আমরা একটু ভিন্ন স্বাদের মণ্ডপ দর্শকদের উপহার দিতে চাই। তাই এই ধরণের থিম নেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here