নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

ডেঙ্গুর উপসর্গ নিয়ে বর্তমানে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন প্রায় ১০ জন।
তাদের মধ্যে এক কিশোর রয়েছে। তবে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড না থাকায় মেডিসিন ওয়ার্ডে সাধারণ রোগীর সাথেই থাকছে ডেঙ্গুতে আক্রান্তেরা।
ফলে অনান্য রোগীদের মধ্যে সংক্রমণের আশঙ্কা তৈরী হয়েছে রোগীদের মধ্যে।

যদিও মেডিকেল কর্তৃপক্ষ ডেঙ্গু আক্রান্তদের মশারি দিচ্ছে। তাদের নির্দেশ দেওয়া হচ্ছে ২৪ ঘন্টা যেন তারা মশারির ভিতরে থাকে। মেডিকেল সুত্রে জানা গিয়েছে মহিলা ও পুরুষ মেডিসিন ওয়ার্ডে বর্তমানে প্রায় ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। তবে সকলের প্লেটলেট এক লক্ষের উপরে রয়েছে। ফলে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে। এছাড়াও সাধারণ জ্বর নিয়ে শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে। প্রতিদিন বর্হিবিভাগেও জ্বরের রোগীর ভিড় বাড়ছে। মেডিকেলের কর্তারা জানান আধিকাংশ রোগী ভাইরাল ফিবারে আক্রান্ত। ভয়ের কোন কারণ নেই।
মেডিকেল সুত্রে জানা গিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি রয়েছে মঞ্জু দাস সরকার, দেব্রত সরকার এরা সম্পর্কে মা ছেলে। বাড়ি বামোনগোলা। সবতুরা খাতুন(১৮)বাড়ি মানিকচক,আসনারা খাতুন বাড়ি মিল্কী,নরেন শা পুরাতন মালদা ,হাসান বাড়ি কালিয়াচক ও শাবির হোসেন বাড়ি কালিয়াচক।
আরও পড়ুনঃ এলাকা পাহারায় গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত যুবক
মেডিকেল কলেজের এমএসভিপি অমিত কুমার দাঁ বলেন, কিছু ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। তবে তাদের প্লেটলেট এক লক্ষের বেশি রয়েছে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোন ওয়ার্ড নেই। তবে মেডিসিন ওয়ার্ডে তাদের জন্য আলাদা বেড করা হয়েছে। সেখানে সাধারণ অন্য রোগীদের রাখা হয়না।
ডেঙ্গু আক্রান্তদের মশারি দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক কমেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584