নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আপাতত করোনা ভাইরাসকে সঙ্গে নিয়ে চলতে হবে আমাদের। সাবধানতা এবং সতর্কতার সঙ্গেই জীবনযাপন করতে হবে। ঝাড়গ্রাম সরকারি খাতায় কলমে সবুজ জেলা। তবে সাবধানের মার নেই! ঝাড়গ্রাম শহরের ওষুধ দোকানগুলিতে বিভিন্ন ধরনের মাস্ক বিক্রি হচ্ছে। তার মধ্যে এন-৯৫ মাস্কের চাহিদা অনেকটাই বেশি।
শহরের বিভিন্ন দোকানে এখন পাওয়া যাচ্ছে এই বিশেষ মাস্ক। আবার সাধারণের আয়ত্বের মধ্যে যাতে মাস্ক পৌঁছে দেওয়া যায়, সেই জন্য বিভিন্ন সংস্থা কাপড়ের মাস্ক তৈরি করেও সরবরাহ করছে। কিন্তু মাস্ক ছাড়াও বাড়তি সুরক্ষার সরঞ্জাম বাজারে এসে গিয়েছে। সেই নতুন সুরক্ষা কবচ ‘ফেস শিল্ড’ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঝাড়গ্রামে।
আরও পড়ুনঃ আমফান নিয়ে জরুরি বৈঠক প্রশাসনের
ফেস শিল্ড হল স্বচ্ছ প্লাস্টিকের মুখের আবরণী। এই মুখ-আবরণী পরে থাকলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কম হয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। ঝাড়গ্রাম শহরের ওষুধ দোকানে ফেস শিল্ডের চাহিদা এখন তুঙ্গে।
শহরের একটি ওষুধের দোকানের মালিক জানান, ‘বিভিন্ন ধরনের ফেস শিল্ড পাওয়া যাচ্ছে। দাম গড়ে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে।” শহরের একটি ওষুধ দোকানের মালিক বলেন, “মাস্কের পাশাপাশি এখন ফেস শিল্ডের চাহিদাও রয়েছে। তাই আমরা বেশ কিছু ফেস শিল্ড আনাচ্ছি।” শহরের বিভিন্ন পেশার মানুষ ফেস শিল্ড ব্যবহার করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584