শ্যামল রায়,কাটোয়াঃ
কাটোয়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্র রয়েছে।এগুলি হলো কাটোয়া বিধানসভা,কেতুগ্রাম বিধানসভা ও মঙ্গলকোট বিধানসভা কেন্দ্র।এই তিনটি বিধানসভা কেন্দ্রে নতুন ভোটারের সংখ্যা ৬ শতাংশ বেড়েছে।নতুন ভোটার সংখ্যা বাড়ানোর পিছনে মহকুমা শাসকের যথেষ্ট উদ্যোগ এবং তৎপরতা ছিল বলেই জানা গিয়েছে।মঙ্গলবার মহকুমাশাসক সৌমেন পাল জানিয়েছেন যে, ‘চলো খেলি নাম তুলি এই স্লোগানকে সামনে রেখে নতুন ভোটারদের কাছে আমরা যাই এবং নতুন ভোটার বাড়ানো সম্ভব হয়েছে।৬% নতুন ভোটারদের কাছে আমরা ভোটার কার্ড তুলে দিয়েছি।’
মঙ্গলবার মহকুমা শাসকের দপ্তর সূত্রে জানা গিয়েছে যে মহকুমায় মোট ভোটার সংখ্যা ৭ লক্ষ ৪৪ হাজার সাতশ একুশ জন।এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা হলো ৩ লক্ষ ৫৯ হাজার ৯৪৯ জন। পুরুষ ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৮৪ হাজার ৭৫২ জন।তৃতীয় লিঙ্গ ভোটারের সংখ্যা ২০ জন।
আরো জানা গিয়েছে যে এবারের ভোটে নতুন ভোটার বেড়েছে তিন বিধানসভা কেন্দ্রে মোট ১৬ হাজার ২৯৫ জন।এরমধ্যে কাটোয়া বিধানসভা কেন্দ্রে নতুন ভোটার সংখ্যা বেড়েছে ৫ হাজার ১৮৫ জন।
এর মধ্যে মহিলার ভোটার সংখ্যা হলো ২ হাজার ৭৮৭ জন এবং পুরুষ ভোটার সংখ্যা হল ২ হাজার ৩৮৯ জন।কেতুগ্রামে বিধানসভা কেন্দ্রে নতুন ভোটার সংখ্যা বেড়েছে ছয় হাজার ৫৯ জন।এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা হল তিন হাজার ১৬৬ জন এবং পুরুষ ভোটার হলো ২ হাজার ৮৮ জন।
মঙ্গলকোট বিধানসভা এলাকায় নতুন ভোটার সংখ্যা বেড়েছে ৫ হাজার ৫১ জন।এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ২ হাজার ৬৩৯জন। পুরুষ ভোটারের সংখ্যা দুই হাজার ৪১১ জন।
তিন বিধানসভা কেন্দ্রে মোট ছয় শতাংশ নতুন ভোটার সংখ্যা বেড়েছে।
মঙ্গলবার নির্বাচনী আধিকারিক সৌমেন পাল আরও জানিয়েছেন যে ‘মহকুমায় পোলিং বুথের সংখ্যা ৮৭২ টি। কাটোয়া বিধানসভা কেন্দ্রে ২৯৭ টি বুথ সংখ্যা কেতুগ্রামে ২৯২ টি বুথ সংখ্যা মঙ্গলকোটে ২৮৩ টি বুথ সংখ্যা হয়েছে।
আরও পড়ুনঃ দ্বিতীয়দফার নির্বাচনী বিজ্ঞপ্তি ঘিরে নিরাপত্তা বলয়ে জেলা শাসক দফতর
আর কয়েকদিন বাদেই কেন্দ্রীয় পুলিশ বাহিনী বিভিন্ন এলাকায় রোডমার্চ শুরু করবে কোন রকম অভিযোগ পেলে সেখানে আমাদের সেক্টর অফিসাররা পৌঁছে যাবেন এবং নির্বাচনী বিধি সকলেই মানছেন কেনা নজরদারিতে রাখা হয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584