নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গত পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত জায়গায় তৃণমূল ভোটের রাজনীতিতে একটু পিছিয়ে পড়েছে সেই সমস্ত জায়গায় সাধারণ মানুষের সাথে নেতাদের জনসংযোগের নির্দেশ দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি।
আগামী বছরের এর ১৯ শে জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সভার সমর্থনে জেলার নেতাদের নিয়ে সভা হবে মেদিনীপুর জেলা পরিষদ হলে।গোটা জেলার নির্বাচিত প্রতিনিধিরা এই সভাতে অংশ নেয়।সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুভেন্দু অধিকারি।আর এই সভাতেই মন্ত্রী সুভেন্দু অধিকারি বলেন জেলায় সাংগঠনিক ভাবে শক্তি আগের থেকে অনেক বেড়েছে কিন্তু ভোটের রাজনীতিতে যে সমস্ত জায়গায় তৃণমূল কিছুটা পিছিয়ে পড়েছে সেই সমস্ত জায়গাতেই জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন তিনি।পাশাপাশি তিনি বলেন গত দু-তিন বছর দল এ জেলায় কিছুটা পুলিশ নির্ভর হয়ে পড়েছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।দলের সাংগঠনিক কাজ দলের নেতাকর্মীরাই করতে হবে।‘তৃণমূল আপনাকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য নেতা বানিয়েছে বা মন্ত্রী বানিয়েছে আমাকে তাই দলকে হৃষ্ট পুষ্ট করার দায়িত্ব আমাদের’ জানালেন মন্ত্রী।পাশাপাশি তিনি বলেন ২০১৯ এর লোকসভা নির্বাচন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শ্লোগান “২০১৯ এ বিজেপি হবে ফিনিশ” তা বাস্তবায়িত করা শুধু সময়ের অপেক্ষা।অংকের নিরিখে জঙ্গলমহলের যে সমস্ত জায়গায় তৃণমূলের ফলাফল কিছুটা খারাপ হয়েছে তা তিনি নিজে দায়িত্বে ঠিক করে দেবেন বলেও জানান।
এছাড়া আজকের অনুষ্ঠান এ দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী সৌমেন মহাপাত্র, এবং সাংসদ মানস ভুঁইয়া আগামী ১৯ শে জানুয়ারি ব্রিগেড সভার কেন গুরুত্ব তা তুলে ধরেন।দলের মধ্যে থেকে কোনো উপ-দল করা যাবে না সেই ব্যাপারে সবাইকে সতর্ক করে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584