নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
এইমুহূর্তে সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চিনের কোনও সমস্যা নেই। শনিবার এমনটাই জানালেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান এম এম নারাভানে।
তিনি বলেন, “চিনের সঙ্গে আমাদের সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, দুই দেশেরই সিনিয়র মিলিটারি কমান্ডারদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। তার ফলে যে যে বিষয় নিয়ে সমস্যা দেখা দিয়েছিল, সেই বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। বেশ কিছু বিষয়ে দু’পক্ষের আধিকারিকরা একমত হয়েছেন। এই মুহূর্তে দু’দেশের মধ্যে কোনও সমস্যা নেই।”
আরও পড়ুনঃ থাকবে বিধিনিষেধ, তিন ধাপে খুলছে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতর
প্রসঙ্গত, কিছু সপ্তাহ আগে লাদাখ নিয়ে ভারত ও চিন দু’দেশের মধ্যে সমস্যা শুরু হয়। লাদাখের প্যানগং লেক এলাকায় দু’দেশের সেনারা লাঠি, রড নিয়ে একে অন্যের সঙ্গে লড়াই করে। সেইসময় লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চিনের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছিল।
এরপরই এই ঘটনার সমাধান খুঁজতে বৈঠকে বসে দুই দেশ। আর সেই বৈঠকের পর শনিবার ভারতীয় সেনাবাহিনীর প্রধান এম এম নারাভানে জানান, “ভারত ও চিনের মধ্যে আপাতত শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584