India Book Of Record এ নাম তুললো মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার Google Child

0
119

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

আড়াই বছর বয়সে India Book Of Record এ নাম তুললো মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার Google Child । ওই শিশুর নাম অর্ঘদীপ পোদ্দার, বাড়ি ভগবানগোলার ইন্দিরা গান্ধী মোড় এলাকায়। এই বয়সেই ২৩ রকমের সবজি , ১০ রকমের গাড়ি , ২৯ রকমের ফল , ৩০ রকমের পাখি , ২১ রকমের পশুর আওয়াজ সহ ভারতবর্ষের সমস্ত রাজ্যের রাজধানী , বিভিন্ন দেশের রাজধানীর নাম সহ আরো বিভিন্ন ফুল , পাখির আওয়াজ , গাড়ির আওয়াজ জানে ভগবানগোলার এই Google Child । ছেলের এই সাফল্যে রীতিমত খুশি বাবা মা । অর্ঘদীপের বাবা কৃষ্ণলাল পোদ্দার ছেলের এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব দেন ওনার স্ত্রী কে । তিনি বলেন, “সকাল হলেই আমি অফিস চলে যাই সেই সন্ধেয় বাড়ি ফিরি তারমধ্যে ওর মায় ওকে বাড়ির কাজ করার পরে এইসব কিছু শিখিয়েছেন।“

নিজস্ব চিত্র

মা মিষ্টু ঘোষ বলেন, “আমার বাড়িতে সেইরকম ওর খেলার জায়গা নেই তাই ও সবসময় আমার পিছনে ঘুরে বেড়াত । আমি যেই কাজ করতাম ও দেখতো আর শেখার চেষ্টা করতো । আমি একদিন লক্ষ্য করলাম আমি ওকে যেটা বলি সেটা ও মনে রেখে দেয় আর পরে জিজ্ঞেস করলে আমাকে আবার বলতে পারে । তখন থেকেই ওকে শেখানোর চেষ্টা করি আর শিখেও নেয়। ছেলের এই সাফল্যে খুশি তিনিও।  তিনি বলেন বড়ো হয়ে ছেলেকে ডাক্তার করতে চান ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here