নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
২ বিলিয়ন মার্কিন ডলারের ডিলে ভারত কিনেছিল ইস্রায়েলি স্পাইওয়্যার পেগ্যাসাস, চাঞ্চল্যকর তথ্য উঠে এল নিউ ইয়র্ক টাইমসের তদন্তমূলক প্রতিবেদনে। ইস্রায়েল “প্রায় ২ বিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক অস্ত্র এবং ইন্টেলিজেন্স গিয়ার প্যাকেজ”-এর অংশ হিসেবে পেগাস্যাস ও একটি মিসাইল সিস্টেম বিক্রি করে ভারত সরকারকে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ২৯ জানুয়ারি শনিবার সকালে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের অংশ তুলে ধরে একটি টুইটও করেছেন।
নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসে সম্পূর্ণভাবে হিন্দু জাতীয়তাবাদের ভিত্তিতে। এবং অদ্ভুতভাবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি ইস্রায়েল সফরে যান। তার আগে কয়েক দশক ধরে ‘প্যালেস্তানিয়দের প্রতি সহমর্মিতা’ ছিল ভারতের বৈদেশিক নীতি। ২০১৭ সালে নরেন্দ্র মোদী ইস্রায়েল সফরে গেলেন এবং ইস্রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু-র সঙ্গে এই সাক্ষাৎ ছিল অত্যন্ত সৌহার্দপূর্ণ।এতই উষ্ণ সম্পর্ক তৈরি হয় দুই রাষ্ট্র প্রধানের মধ্যে যে, দুই প্রধানমন্ত্রীকে একসঙ্গে খালি পায়ে সমুদ্র সৈকতে হেঁটে বেড়াতেও দেখা গিয়েছিল সে সময়।
https://twitter.com/MahuaMoitra/status/1487273260316508160?s=20&t=3WiAIvaWHl6_Kepb6Jjmmw
এরপরেই ইস্রায়েল সরকার সম্মত হয় ভারতকে এনএসও-গ্রুপ নির্মিত অত্যাধুনিক প্রযুক্তির মিলিটারি গ্রেড সফটওয়্যার ও অস্ত্র বিক্রি করতে। ২ বিলিয়ন মার্কিন ডলারে সম্পন্ন হয় একটি ডিল যাতে ইস্রায়েল ভারত কে অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র ও ইন্টেলিজেন্স গিয়ার প্যাকেজ বিক্রি করে এবং ডিলের মধ্যমণি পেগাস্যাস ও এক মিসাইল সিস্টেম।
এর কয়েকমাস পরে নেতানিয়াহু আসেন ভারত সফরে। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে ২০১৯ সালের জুন মাসে প্যালেস্তানি মানবাধিকার সংস্থার পর্যবেক্ষকের মর্যাদা অস্বীকার করার জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে ভারত ইস্রায়েলের পক্ষে ভোট দেয় প্রথমবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584