দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও দৈনিক সংক্রমণ ছাড়াচ্ছে রেকর্ড

0
49

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনার টিকাকরণ কর্মসূচির পাশাপাশি সংক্রমণের সংখ্যা প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে। গতকাল প্রায় ১ লক্ষ ৬৯ হাজার মানুষ নতুন করে সংক্রামিত হয়েছেন। সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা এবং অ্যাকটিভ কেস। মহারাষ্ট্রের তো বটেই সঙ্গে দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, কেরল এবং তামিলনাড়ুতে পরিস্থিতি ভয়াবহ।

covid19 update | newsfront.co

গত কয়েকদিনে বাংলাতেও রেকর্ড হারে বেড়েছে সংক্রমণ।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৬১ হাজার ৭৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৭ হাজার কম। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৬ লক্ষ ৮৯ হাজার ৪৫৩ জন।

আরও পড়ুনঃ মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাস স্টেশনে দলে দলে পরিযায়ী শ্রমিকদের ভিড়

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ৫৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৭৯ জনের। যা গতকালের থেকে কিছুটা কম।গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৯৭ হাজার ১৬৮ জন। দৈনিক আক্রান্তের থেকে যা অনেকটাই কম।

যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়াল ১২ লক্ষ ৬৪ হাজার ৬৯৮ জন। বর্তমান বছরে প্রথমবার অ্যাকটিভ কেসের সংখ্যা ছাড়িয়ে গেছে সাড়ে ১২ লক্ষ। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ১ কোটি ২২ লক্ষ ৫৩ হাজার ৬৯৭ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ১০ কোটি ৮৫ লক্ষ ৩৩ হাজার ৮৫ জনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here